২৭শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

পরিচ্ছন্নতার নেশা যখন হয়ে ওঠে প্রতিশোধের নীলনকশা’

বিনোদন ডেস্ক: বেশ দাপটের সঙ্গেই গত বছরটা কাটিয়েছেন জয়া আহসান। নতুন বছরেও যে তাঁর সেই ধারাবাহিকতা বজায় থাকবে, তারই স্পষ্ট ইঙ্গিত মিলল। আজ মুক্তি পেয়েছে তাঁর অভিনীত কলকাতার নতুন সিনেমা ‘ওসিডি’-র ট্রেলার। মাত্র ১ মিনিট ৪৮ সেকেন্ডের এই ঝলকেই দর্শকদের চমকে দিয়েছেন অভিনেত্রী।নিজের সোশ্যাল মিডিয়ায় ট্রেলারটি শেয়ার করে জয়া আহসান লিখেছেন, ‘পরিচ্ছন্নতার নেশা যখন হয়ে ওঠে নিখুঁত প্রতিশোধের নীলনকশা।’ এই একটি লাইনেই যেন সিনেমার মূল সুর ধরা পড়ে।
‘ওসিডি’ বা অবসেসিভ কম্পালসিভ ডিজঅর্ডার—এমন একটি মানসিক সমস্যা, যা আক্রান্ত ব্যক্তির জীবনকে ধীরে ধীরে গ্রাস করে নেয়। পরিচালক সৌকর্য ঘোষাল এই জটিল মানসিক অবস্থাকেই যুক্ত করেছেন শৈশবের ভয়ংকর ট্রমা ও অপরাধপ্রবণতার সঙ্গে।
ট্রেলার ইঙ্গিত দেয়, কিভাবে শৈশবের এক অনভিপ্রেত অভিজ্ঞতা পরিচ্ছন্নতার নেশার সঙ্গে মিশে গিয়ে জন্ম দেয় একের পর এক অপরাধের।
ট্রেলারে উঠে আসে একটি নির্মম সত্য—শৈশবের কোনো দুঃসহ অভিজ্ঞতা, লিঙ্গনির্বিশেষে, সারা জীবন একজন মানুষের মনোজগতে গভীর ক্ষত তৈরি করে। সেই ক্ষত থেকেই জন্ম নিতে পারে ভয়ানক প্রতিশোধস্পৃহ কিংবা অপরাধপ্রবণ মানসিকতা। জয়া আহসান অভিনীত চরিত্রের মাধ্যমে সেই বাস্তবতাই পরতে পরতে ফুটিয়ে তুলেছেন নির্মাতারা।
সিনেমায় জয়া আহসানকে দেখা যাবে শ্বেতা নামের এক চিকিৎসকের ভূমিকায়। বাহ্যিকভাবে পরিপাটি ও সংযত এই নারীর জীবনের গভীরে লুকিয়ে রয়েছে এক অন্ধকার অতীত। শৈশবের সেই স্মৃতির কালো মেঘ তাঁকে তাড়া করে ফেরে প্রতিনিয়ত। পরিস্থিতি নাটকীয় মোড় নেয়, যখন এক রোগী আচমকাই শ্বেতার সেই গোপন অতীত সম্পর্কে জেনে যায়—আর তার পরিণতি হয় চরম।ক্রমশ শ্বেতার ভেতরে জন্ম নেয় চারপাশের মানুষের প্রতি তীব্র বিতৃষ্ণা।যাঁরা তাঁর পথে বাধা হয়ে দাঁড়ায় কিংবা তাঁর বিরুদ্ধাচরণ করে, তাঁদের প্রতি সহনশীলতা হারিয়ে ফেলেন তিনি। এই মানসিক টানাপোড়েন, অপরাধ আর প্রতিশোধের জটিল মনস্তত্ত্ব নিয়েই এগোয় সাইকোলজিক্যাল থ্রিলার ‘ওসিডি’। শ্বেতার শেষ পরিণতি কী—সেই উত্তর মিলবে পর্দায়।
আগামী ৬ ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে ‘ওসিডি’। এই সিনেমার মাধ্যমেই ছোট পর্দার জনপ্রিয় মুখ ‘ভূতু’ খ্যাত আর্শিয়া মুখোপাধ্যায় বড় পর্দায় অভিষেক করতে চলেছেন। ছবিতে আরও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন কৌশিক সেন, অনসূয়া মজুমদার ও কনীনিকা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন