২৭শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

পতেঙ্গায় হবে সন্ত্রাসীদের গুলিতে নিহত র‍্যাব সদস্য মোতালেবের প্রথম জানাজা

নিজস্ব প্রতিবেদক: সীতাকুণ্ড উপজেলার সলিমপুর ইউনিয়নের জঙ্গল-সলিমপুর এলাকায় অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেপ্তারে অভিযানে গিয়ে দুষ্কৃতিকারীদের হামলায় নিহত র‍্যাব-৭ এর সদস্য নায়েব সুবেদার মো. মোতালেব হোসেন ভূঁইয়ার জানাজা অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুর ২টায় নগরের পতেঙ্গায় অবস্থিত র‍্যাব-৭ কার্যালয় প্রাঙ্গণে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।
র‍্যাব-৭ এর সহকারী পরিচালক (গণমাধ্যম) এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, গত ১৯ জানুয়ারি বিকেলে সীতাকুণ্ড থানাধীন জঙ্গল সলিমপুর এলাকায় অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেপ্তারের উদ্দেশ্যে র‍্যাব-৭ চট্টগ্রামের একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে। এ সময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে দুষ্কৃতকারীরা অতর্কিত হামলা চালায়।হামলায় র‍্যাবের চারজন সদস্য গুরুতর আহত হন। পরে তাঁদের উদ্ধার করে চট্টগ্রাম সিএমএইচ-এর জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক নায়েব সুবেদার মোতালেব হোসেন ভূঁইয়াকে মৃত ঘোষণা করেন। শোকবহ এ জানাজা অনুষ্ঠানে র‍্যাব ফোর্সেসের মহাপরিচালক (ডিজি) একেএম শহিদুর রহমান উপস্থিত থাকবেন।মোতালেব হোসেন ভূঁইয়ার মৃত্যুতে র‍্যাব ফোর্সেসসহ আইনশৃঙ্খলা বাহিনীতে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া সেখানকার একটি সিসিটিভি ফুটেজে দেখা গেছে, সাদা রঙের মাইক্রোবাসে কালো জ্যাকেট পরা র‌্যাব সদস্যরা সেখানে অভিযানে যায়। স্থানীয়দের হামলায় মাইক্রোবাস ফিরে আসার সময় ভাঙচুর করতে দেখা যায়।
প্রশাসনিক কাঠামোতে জঙ্গল সলিমপুরের অবস্থান সীতাকুণ্ড উপজেলার আওতায় হলেও ওই এলাকায় প্রবেশ করতে হয় চট্টগ্রাম নগরের বায়েজিদ থানার বাংলাবাজার এলাকা দিয়ে। বায়েজিদ লিংক রোড দিয়ে ভাটিয়ারি যাওয়ার পথে ডান দিকে জঙ্গল ছলিমপুর।
জানা গেছে, জঙ্গল সলিমপুর এলাকায় দীর্ঘ চার দশকের বেশি সময় ধরে সরকারি পাহাড় ও খাস জমি দখল করে গড়ে উঠেছে হাজারো অবৈধ বসতি। দুর্গম পাহাড়ি অঞ্চল হওয়ায় এলাকাটি পাহাড়খেকো, ভূমিদস্যু ও সশস্ত্র সন্ত্রাসীদের নিরাপদ ঘাঁটি হিসেবে পরিচিত। প্রায় ৩ হাজার ১০০ একর আয়তনের এই এলাকার দখলকৃত জমির আনুমানিক মূল্য প্রায় ৩০ হাজার কোটি টাকা। টিলা কেটে গড়ে তোলা এ ঝুঁকিপূর্ণ বসতি পরিণত হয়েছে ‘দুর্ভেদ্য সাম্রাজ্যে’।এলাকাটি ঘিরে দীর্ঘদিন ধরে সংঘর্ষ, খুনোখুনি ও সন্ত্রাসী তৎপরতা চললেও বারবার প্রশাসনের অভিযান হামলার মুখে পড়ছে, যা আইনশৃঙ্খলা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

আরও পড়ুন