২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

পটিয়ায় মসজিদ প্রাঙ্গণে হামলা: বৃদ্ধসহ তিনজন আহত

পটিয়া প্রতিনিধি: পটিয়া উপজেলার পূর্ব মালিয়ারা বায়তুল জান্না জামে মসজিদের ভেতরে পূর্ব বিরোধের জেরে সংঘটিত হামলায় এক বৃদ্ধসহ অন্তত তিনজন আহত হয়েছেন। আহতদের মধ্যে দু’জনকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নামাজ শেষে মসজিদ থেকে বের হওয়ার সময় পূর্ব পরিকল্পিতভাবে হামলার শিকার হন ৭৫ বছর বয়সী হাজী ছৈয়দুল হক ও তার জামাতা আলী আজগর (৫০)। এসময় হামলাকারীরা ধারালো দা ও লাঠিসোঁটা নিয়ে অতর্কিত হামলা চালায়। হামলায় বাঁধা দিতে এগিয়ে এলে মারধরের শিকার হন ছৈয়দুল হকের ভাবি মরিয়ম বেগম (৬০)।
আহতদের পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, এলাকার পরিচিত দাঙ্গাবাজ হিসেবে চিহ্নিত সাখাওয়াত হোসেন, সেকান্দর হোসেন ডেবিট, সোলায়মান, মোঃ মুন্না, মোঃ সেলিম ও মোঃ হাবিব এ হামলায় জড়িত ছিলেন। তারা মসজিদের ভেতরে বেআইনী জনতাবদ্ধে দেশীয় অস্ত্রসহ হামলা চালান।
হামলার একপর্যায়ে ছৈয়দুল হকের মাথায় দা দিয়ে কোপ মারার চেষ্টা করলে তিনি বাঁ হাত দিয়ে ঠেকাতে গেলে হাতের কনুইয়ের নিচে গুরুতর জখম হন। আলী আজগরের পায়ে কোপ লাগে। এসময় তাদের পকেটে থাকা নগদ ৩৭ হাজার ৩০০ টাকা লুট করে নেয় হামলাকারীরা।
পরে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।ঘটনার পরদিন (১৯ এপ্রিল) ভুক্তভোগী মো. আবদুল্লাহ বাদী হয়ে পটিয়া থানায় একটি এজাহার দায়ের করেছেন।
এ বিষয়ে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মোহাম্মদ নাজমুন নুর বলেন, অভিযোগ পাওয়ার পর তদন্ত কার্যক্রম শুরু হয়েছে। দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন