পটিয়া প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়ায় মাছবাহী ট্রাক ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে মোহাম্মদ মোরশেদ (২৪) নামে এক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪ যাত্রী।রবিবার (২২ জুন) ভোর সাড়ে ৫টায় পটিয়া বাইপাস সড়কের বৈলতলী রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত ট্রাকচালক মোরশেদ চন্দনাইশ উপজেলার দোহাজারী ফুলতলা এলাকার মোহাম্মদ মোস্তাকের ছেলে।আহতরা হলেন, বাসযাত্রী মো. রাকিব (১৯), আরিফুল ইসলাম (৩২) মো. আলিম (৫৫), সার্জেন্ট আকরাম হোসেন (৫০)।
পটিয়া হাইওয়ে থানার ইনচার্জ মো. জসিম উদ্দিন জানান, শ্যামলী পরিবহনের একটি বাস ও মাছবাহী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাক চালক নিহত হয়েছেন। শ্যামলী পরিবহনের বাসটি চট্টগ্রাম থেকে বান্দরবান যাচ্ছিল। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
