পটিয়া প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়ায় মায়ের বকুনিতে অভিমান করে মো. রাসেল (১৫) নামে এক কিশোর আত্মহত্যা করেছে।
উপজেলার কেলিশহর ইউনিয়নের গুচ্ছগ্রাম ১ নম্বর ওয়ার্ডে এ মর্মান্তিক ঘটনা ঘটে। পারিবারিক সূত্রে জানা গেছে, রাসেলের চুল অনেকদিন ধরে না কাটায় মা তাকে চুল কাটার জন্য বকাঝকা করেন। এরপর সে অভিমানে নিজ ঘরের সিলিংয়ে গাছের বিমে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।
পরিবারের লোকজন তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে দ্রুত উদ্ধার করে পটিয়া উপজেলার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। পরে সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পটিয়া থানার ওসি (তদন্ত) যুযুৎসু যশ চাকমা বলেন, এই বিষয়ে কোন অভিযোগ পায়নি।
