১০ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

নেপালে জেল ভেঙে পালিয়েছে শত শত কয়েদি

আন্তর্জাতিক ডেস্ক: নেপালে জেন জি আন্দোলন চলাকালীন দুই জেলায় কারাগার ভাঙার ঘটনা ঘটেছে, যা দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতিকে আরও উত্তেজনাপূর্ণ করেছে। দেশটির সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) প্রতিবেদনে জানিয়েছে, কাস্কি এবং দাং প্রদেশে অবস্থিত দুটি কারাগার থেকে বন্দিরা পালিয়ে গেছে।কাস্কি জেলার পুলিশ জানিয়েছে, বিক্ষোভকারীদের হামলার সময় কারাগারে প্রবেশ করলে সেখান থেকে ৭৭৩ জন কয়েদি পালিয়ে যান। অন্যদিকে দাং প্রদেশের তুলসিপুরে অবস্থিত কারাগার থেকে ১২৭ জন বন্দি পালিয়েছে। স্থানীয় গণমাধ্যমে আরও কিছু কারাগার থেকে কয়েদি পালানোর খবর এসেছে, তবে তা এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।
পুলিশ সুপার হেরাম্ব শর্মা বলেন, সন্ধ্যা ৭টার দিকে প্রায় ৫০০ বিক্ষোভকারী লাঠিসোটা নিয়ে কারাগারে উপস্থিত হন এবং দেয়াল ভাঙার চেষ্টা শুরু করেন। ভেতরে থাকা কয়েদিরা রান্নার কাঠ ব্যবহার করে দেয়াল ভাঙতে সাহায্য করে। “বিক্ষোভকারীর সংখ্যা পুলিশের চেয়ে অনেক বেশি হওয়ায় আমরা কিছু করতে পারিনি,” তিনি যোগ করেছেন।ঘটনার পর ওই এলাকায় কারফিউ জারি করা হয়েছে। বর্তমানে শহরে উত্তেজনা বিরাজ করছে এবং পুলিশ জরুরি বৈঠকে বসার প্রস্তুতি নিচ্ছে।সাধারণ নেপালিরা এই ঘটনার জন্য জেন জি আন্দোলনকারীদের দায়ী করছেন না। তাদের মতে, আইন-শৃঙ্খলা পরিস্থিতি খারাপ হওয়ার সুযোগে অপরাধীরা কারাগার ভাঙার কাজটি করেছে।

আরও পড়ুন