১৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

নেপালকে উড়িয়ে টানা দ্বিতীয় জয় বাংলাদেশের

ক্রীড়া ডেস্ক : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে জয়ের ধারা অব্যাহত রেখেছে বাংলাদেশ। টুর্নামেন্টে আজ টানা দ্বিতীয় জয়টি পেয়েছে দাপুটে। দুবাইয়ে আজ নেপালকে ৭ উইকেটে হারিয়েছে বাংলাদেশ।এ জয়ে সেমিফাইনালের পথ সহজ করেছে বাংলাদেশ।৪ পয়েন্ট নিয়ে বর্তমানে ‘বি’ গ্রুপে শীর্ষে রয়েছে আজিজুল হাকিম তামিমের দল। আফগানিস্তানের বিপক্ষে যদি শ্রীলঙ্কা জয় পায় তাহলে আজই শেষ চার নিশ্চিত হবে বাংলাদেশের। সঙ্গে শ্রীলঙ্কারও। তখন দুই দলের মুখোমুখি দেখায় যে দল জিতবে তারাই গ্রুপ সেরা হবে।
আগামী পরশু দিন এই দুবাইয়ে ম্যাচটি হবে।নেপালের দেওয়া ১৩১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে অবশ্য শুরুটা ভালো ছিল না বাংলাদেশের। দলীয় ২৯ রানে ২ উইকেট হারায় তারা। তবে ওপেনিংয়ে নেমে এক প্রান্ত আগলে রেখে ঠিকই দলের জয় নিশ্চিত করেছেন জাওয়াদ আবরার।৭ চার ও ৩ ছক্কায় খেলেছেন ম্যাচসেরা ৭০ রানের ইনিংস।শুরুর ধাক্কা সামলাতে তৃতীয় উইকেটে জাওয়াদকে দারুণ সঙ্গ দিয়েছেন কালাম সিদ্দিকী। দুজনে মিলে গড়েছেন ৯২ রানের জুটি। তবে সতীর্থর মতো জয় নিয়ে মাঠ ছাড়তে পারেননি ৩৪ রান করা সিদ্দিকী। জাওয়াদের সঙ্গে হাসিমুখে মাঠ ছেড়েছেন ১২ রানের অপরাজিত ইনিংস খেলা রিজান হোসেন।
বাংলাদেশের জয়ের অর্ধেক কাজটা সেরে রাখেন বোলাররা। নেপালকে ১৩০ রানে অলআউট করে। প্রতিপক্ষের দুই ওপেনার সাহিল প্যাটেল ও নিরজ কুমার যাদব ৪০ রানের জুটি গড়লেও নিয়মিত বিরতিতে উইকেট হারায় তারা।
দারুণ বোলিংয়ে নেপালকে উইকেট হারাতে বাধ্য করেছেন মোহাম্মদ সবুজ ও সাদ ইসলামরা। সর্বোচ্চ ৩ উইকেট নেওয়া সবুজের বিপরীতে ২টি করে উইকেট নিয়েছেন তিন জন। অধিনায়ক আজিজুল তামিমের সঙ্গে সেই তালিকায় আছেন সাদ ও শাহরিয়ার আহমেদ। বাকি উইকেটটি নিয়েছেন শাহরিয়ার আল-আমিন। প্রতিপক্ষের হয়ে সর্বোচ্চ ৩০ রানের ইনিংস খেলেছেন আটে নামা অভিষেক তিওয়ারি।

আরও পড়ুন