২৭শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

নির্বাচনী পরীক্ষায় ৭ বিষয়ে অকৃতকার্য ছাত্রের কাণ্ড!

অনলাইন ডেস্ক: এসএসসির ফরম পূরণ করতে না দেওয়ায় মঙ্গলবার সুনামগঞ্জের দোয়ারাবাজারের লিয়াকত স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষকের কক্ষে তালা ঝুলিয়ে দেয় সাত বিষয়ে অকৃতকার্য প্রতিষ্ঠানটির এক শিক্ষার্থী। ছবি : সংগৃহীত
সুনামগঞ্জের দোয়ারাবাজারে এসএসসির নির্বাচনী পরীক্ষায় সাত বিষয়ে অকৃতকার্য হওয়ায় এক শিক্ষার্থীকে ফরম পূরণ করতে না দেওয়ায় দলবল নিয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষে তালা ঝুলিয়ে দিয়েছে ওই শিক্ষার্থী। এতে প্রতিবাদ করায় শিক্ষকদের সঙ্গেও অসদাচরণ করা হয় বলে অভিযোগ উঠেছে। আজ মঙ্গলবার (৬ জানুয়ারি) সকালে উপজেলার লিয়াকত স্কুল অ্যান্ড কলেজে এ ঘটনা ঘটে। অভিযুক্ত শিক্ষার্থী উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের বাসিন্দা আব্দুল আজিজের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও শিক্ষকরা জানান, লিয়াকতগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্র আরিফ আহমদ এবারের এসএসসির নির্বাচনী পরীক্ষায় সাত বিষয়ে অকৃতকার্য হয়। এ কারণে তাকে আসন্ন এসএসসি পরীক্ষায় চূড়ান্ত নির্বাচন থেকে বিরত রাখার সিদ্ধান্ত হয়। খবর পেয়ে আজ সকালে আরিফ তার কয়েকজন বন্ধু-বান্ধব নিয়ে এসে শিক্ষকদের সঙ্গে অসদাচরণ করে। এ সময় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হাসিনা মমতাজ শিক্ষার্থীর এমন আচরণের প্রতিবাদ করলে প্রধান শিক্ষকের সঙ্গেও অসদাচরণ করে তার কক্ষে তালা দিয়ে দেয়।
অভিযুক্ত শিক্ষার্থী আরিফ বলে, ‘ম্যাডাম দুই-তিন বিষয়ে যারা ফেল করেছে তাদেরও সুযোগ দিয়েছেন। আমরা বলেছি সাত বিষয়ে ফেল করেছি, আমাদেরও সুযোগ দেন। তাদের দিতে পারলে আমাদের কেন দিতে পারবেন না। এতে তিনি অস্বীকৃতি জানালে একটি কক্ষে আমি তালা দিয়ে দিয়েছি।’এ ব্যাপারে শিক্ষার্থী আরিফের বাবা আব্দুল আজিজ বলেন, ‘আমি এ বিষয়ে কিছুই জানি না। সে এমন আচরণ করলে অবশ্যই নিন্দনীয় কাজ করেছে।’
জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন, ‘আমি এ বিষয়ে কিছু জানি না। স্কুলে কেউ সন্ত্রাসী কাজ করলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিলে আমরাও সরকারের সংশ্লিষ্ট দপ্তরকে জানাব।’

আরও পড়ুন