১৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

নাইক্ষ্যংছড়ির জঙ্গলে মিলল ৫ আগ্নেয়াস্ত্র

বান্দরবান প্রতিনিধি: বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্তবর্তী লেমুতলী পাহাড়ি জঙ্গল থেকে ৫টি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রবিবার (২২ জুন) দিবাগত রাতে, ১১ বিজিবির লেমুছড়ি বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার-৫০ এর নিকটবর্তী ‘চেয়ারম্যান ভাঙ্গা’ পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করে।উদ্ধার করা অস্ত্রের মধ্যে রয়েছে— ২টি একনালা বন্দুক ও ৩টি শর্টগান। তবে অভিযানের সময় অস্ত্রের মালিকানা দাবি করে কাউকে আটক করা যায়নি।নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) অধিনায়ক জানান, এসব আগ্নেয়াস্ত্র কুখ্যাত চোরাকারবারি ও সম্প্রতি গ্রেপ্তার হওয়া শাহিন ডাকাতের গ্যাংয়ের গোপন আস্তানায় লুকানো ছিল। শাহিন ও তার সহযোগীদের জবানবন্দির ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়।এর আগে, গত ৫ জুন নাইক্ষ্যংছড়ি সীমান্তে এক অভিযানে শাহিন ডাকাতকে গ্রেপ্তার করে বিজিবি। তখনও তার দখল থেকে দেশীয় অস্ত্র ও চোরাচালান পণ্য উদ্ধার করা হয়েছিল।
বিজিবি সূত্রে জানানো হয়েছে, উদ্ধারকৃত অস্ত্রগুলো আইনানুগ প্রক্রিয়ায় সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে এবং মামলা প্রক্রিয়াধীন। চোরাকারবারি ও সশস্ত্র গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানায় সংস্থাটি।

আরও পড়ুন