বিনোদন ডেস্ক : ভারতের দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা তামান্না ভাটিয়া এবার জুয়েলারি ব্যবসায় নামলেন। নিজেই শুরু করেছেন নতুন ফাইন জুয়েলারি ব্র্যান্ড—‘তামান্না ফাইন জুয়েলারি’। তামান্না নিজেই এই ব্র্যান্ডের ফাউন্ডার এবং ক্রিয়েটিভ লিড হিসেবে কাজ করছেন। ‘উৎসবের বাইরে’- এই তত্ত্ব মাথায় রেখেই জন্ম হয় ‘তামান্না ফাইন জুয়েলারি’-এর বলে জানান অভিনেত্রী।
তিনি জানান জুয়েলারি বা অলংকার তার সবসময়ই ভীষণ পছন্দের। কিন্তু সবসময়ই তার মাথায় উপলক্ষের বিষয়টা ঘুরপাক খেত। সেই চিন্তা থেকে তিনি এমন একটি জুয়েলারি ব্র্যান্ড খুললেন, যা প্রতিদিনের ব্যবহারের জন্য ১৪ এবং ১৮ ক্যারট স্বর্ণ, প্রাকৃতিক হীরা এবং রত্নপাথর দিয়ে তৈরি করে খুবই আকর্ষণীয় ক্যাজুয়াল জুয়েলারি। নায়িকার মতে জুয়েলারি হবে এমন যা একজন মানুষের ব্যক্তিত্বের অংশ হবে, তার মনের ভাব প্রকাশ করবে, আর যা একজন মানুষকে পরিপূর্ণ অনুভব করাবে।কোন উপলক্ষ ছাড়া জুয়েলারি প্রেমীদের জন্য নিত্যদিনের স্টাইলের জন্যই নায়িকা তামান্না ভাটিয়া এবং বাবা সন্তোশ ভাটিয়ার এই যৌথ উদ্যোগ। ডিজাইন, প্রোডাকশন এবং রিটেইল সামলাচ্ছেন নিজেরাই। দুই ধরণের থিম অনুসরণ করে ‘হাফ অ্যান্ড হাফ, দ্য ফ্লিক এবং প্লাম্পসিয়াস-এই তিনটি মূল সংগ্রহ প্রকাশ করেছে ‘তামান্না ফাইন জুয়েলারি’। মুম্বাই এর জুহুতে খোলা হয়েছে তামান্না ফাইন জুয়েলারির ফ্ল্যাগশিপ স্টোর।




