১৯শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

ধর্ম অবমাননার অভিযোগে চুয়েট শিক্ষার্থী বহিস্কার

রাউজান প্রতিনিধি: এক শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) কর্তৃপক্ষ। ধর্ম অবমাননার ঘটনায় ক্যাম্পাসে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজেনার পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন এ সিদ্ধান্ত নেয়। ওই শিক্ষার্থী ইসলাম ধর্ম অবমাননা ও মহানবী হযরত মুহাম্মদকে (সা.) নিয়ে কটুক্তির অভিযোগ উঠেছে। শুক্রবার রাতে অনুষ্ঠিত চুয়েটের স্টুডেন্টস ডিসিপ্লিন কমিটির ২৯১ তম সভায় এ সিদ্ধান্ত হয়। শনিবার প্রকাশিত এ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ওই শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কারের পাশাপাশি কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
এর আগে, শুক্রবার দুপুরে জুমার নামাজের পর চুয়েট ক্যাম্পাসে মিছিল-সমাবেশ করে ওই তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার দাবি জানান একদল সাধারণ শিক্ষার্থী। এ নিয়ে উত্তেজনা তৈরি হলে রাতে জরুরি সভায় বসে স্টুডেন্টস ডিসিপ্লিন কমিটি।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে গত ১৯ জুন ইসলাম ধর্ম নিয়ে অবমাননাকর মন্তব্য ও মহানবীকে কটূক্তি নিয়ে সাধারণ শিক্ষার্থীদের লিখিত অভিযোগের প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা বিধি ৫ (বি) অনুযায়ী রুবাইয়েত ফেরদৌস আলভীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। সভার সিদ্ধান্ত অনুযায়ী, তাকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না, এ বিষয়ে ৭ জুলাই বিকেল ৪টার মধ্যে স্টুডেন্টস ডিসিপ্লিন কমিটির সদস্য সচিবের দফতরে হাজির হয়ে লিখিত জবাব দাখিল করতে বলা হয়েছে। এ ছাড়া, ওই ছাত্র ইচ্ছে করলে ৮ জুলাই বিকেল ৩টায় স্টুডেন্টস ডিসিপ্লিন কমিটির সভায় উপস্থিত হয়ে নিজের বক্তব্য তুলে ধরতে পারবেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
জানতে চাইলে চুয়েটের স্টুডেন্টস ডিসিপ্লিন কমিটির সদস্য সচিব ও ছাত্রকল্যাণ অধিদফতরের পরিচালক অধ্যাপক ড. মাহবুব আলম বলেন, সাধারণ শিক্ষার্থীদের একটি অভিযোগের প্রেক্ষিতে একজন ছাত্রকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। তবে বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী, তাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়েছে। এখন দেখা যাক, আত্মপক্ষ সমর্থন করে ওই ছাত্র কী বক্তব্য দেন। সেটা দেখে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

 

আরও পড়ুন