২৮শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

তারেক রহমান বিএনপির চেয়ারম্যান নির্বাচিত, জাতীয়তাবাদী সাংস্কৃতিক-ক্রীড়া সংস্থার অভিনন্দন

প্রেস বিজ্ঞপ্তি: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নব-নির্বাচিত চেয়ারম্যান তারেক রহমানকে বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক-ক্রীড়া সংস্থা জাতীয় নির্বাহী কমিটিসহ ১০১ নেতৃবৃন্দ এক যুক্ত বিবৃতিতে অভিনন্দন জানিয়েছেন। বিবৃতিতে উল্লেখ করেন, মহান স্বাধীনতা যুদ্ধের ঘোষক বাংলাদেশের সাবেক সফল রাষ্ট্রপতি বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও সার্ক’র স্বপ্নদ্রষ্টা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বাংলাদেশের গণতন্ত্রের মা, সাবেক সফল প্রধানমন্ত্রী, আপোষহীন দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার যোগ্য সন্তান ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের নেতা এবং আধুনিক বাংলাদেশ বিনির্মাণের অন্যতম সিপাহীশালা তারেক রহমানের হাতে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র, মানবাধিকার এবং গণমাধ্যমের স্বাধীনতা নিরাপদ। আগামীর বাংলাদেশ গঠনে শহীদ জিয়ার ১৯ দফা কর্মসূচি, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ভিশন ২০৩০ এবং বিএনপির রাষ্ট্র মেরামতের ৩১দফা সংস্কার কার্যক্রম অত্যন্ত গুরুত্ব বহন করে। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশরক্ষার সংগ্রামে এবং মব সৃষ্টিকারীদের বিরুদ্ধে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধকে সামনে রেখে, ৯০’র গণআন্দোলনকে গণতান্ত্রিক অগ্রযাত্রায় প্রধান নিয়ামক হিসেবে স্বীকৃতি দিয়ে ২৪’র জুলাই বিপ্লবকে ধারণ করে বিএনপির পক্ষে গণরায় সৃষ্টির জন্য তারেক রহমানের নেতৃত্ব এ মহুর্তে অধিকগুরুত্বপূর্ণ। বিবৃতিদাতারা হলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক-ক্রীড়া সংস্থা জাতীয় নির্বাহী কমিটির আহ্বায়ক সৈয়দ মোস্তফা আলম মাসুম যুগ্ম আহ্বায়কবৃন্দ যথাক্রমে-গুলজার হোসেন রানা, উপাধ্যক্ষ জাকেরুল হক বাবুল, মুহাম্মদ নুরুজ্জামান লিটন, এস.এম. ওয়াছিউর রহমান, ড. হাসান আহমদ, মুহাম্মদ মারুফুল ইসলাম চৌধুরী, মুহাম্মদ জাহাঙ্গীর কামাল, মুহাম্মদ কামরুল ইসলাম রানা, মুহাম্মদ আহসান উল্লাহ সেলিম, শামীম মোস্তফা, মুহাম্মদ জাকির হোসেন, আফরোজা বেগম জলি, এড. গোলাম মোর্শেদ, মুহাম্মদ তসলিম উদ্দিন চৌধুরী, মুহাম্মদ সাজ্জাদ খাঁন, এস.এম. কামরুল ইসলাম, মোঃ রফিকুল ইসলাম, মুহাম্মদ রুবেল হোসেন, তানজিনা আক্তার, মুহাম্মদ রবিউল হোসেন সম্রাট সহ নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ আরও উল্লেখ করেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষর মাধ্যমে নতুন রূপে গণতান্ত্রিক প্রক্রিয়া শুরু হবে য বাংলাদেশের মানুষ দীর্ঘদিন ধরে প্রত্যাশা করে।

আরও পড়ুন