বিনোদন ডেস্ক: হিমু আকরামের রচনা ও পরিচালনায় অভিরামপুর গ্রামের মানুষের গল্প নিয়ে শুরু হয়েছে নতুন ধারাবাহিক নাটক ‘ঘুরিতেছে পাঙ্খা’র শুটিং। অস্থির স্বভাবের গ্রামবাসীর মজার সব কাণ্ড, প্রেম, ঝগড়া আর ডিশ সংযোগের ব্যবসা ঘিরে গড়ে উঠেছে গল্প।তিন বন্ধু বাবুল, মোহন ও পাঙ্খ মিলে চালায় ‘পাঙ্খা স্যাটেলাইট’ নামের ডিশ কম্পানি। গ্রাম্য বিজ্ঞানী পাঙ্খার হাতির পিঠে বিয়ের স্বপ্ন, কুংফু ওস্তাদ বাবুলের সোনার দাঁতের খায়েশ, আর সুদের কারবারি মোহনের প্রেমের বহু কোণ—সব মিলিয়ে ঘটছে একের পর এক ঘটনা।দীর্ঘ বিরতির পর নতুন ধারাবাহিক নির্মাণ শুরু করেছেন পরিচালক হিমু আকরাম। গত বছরে এই নির্মাতা ঘোষণা দিয়েছিলেন কলকাতার স্বস্তিকা মুখার্জিকে নিয়ে ‘আলতাবানু জোছনা দেখেনি’ সিনেমার। কিন্তু জুলাই-আগস্টের আন্দোলনে ভারত বাংলাদেশ ভিসা জটিলতায় আটকে গেছে সিনেমার নির্মাণকাজ। তাই আবারও নাটকের কাজে মনোযোগী হয়েছেন নির্মাতা।
নতুন ধারাবাহিকের গল্প প্রসঙ্গে হিমু আকরাম জানান, ‘ঘুরিতেছে পাঙ্খা’ শুধু একটি কৌতুকধর্মী সিরিয়াল না, এখানে গ্রামীণ জীবনের স্বপ্ন, হাসি-কান্না আর সম্পর্কের নানা রং উঠে আসবে। আমি চাই দর্শকরা নিজেদের গল্পও এই নাটকের ভেতরে খুঁজে পাক।
গল্পে আছে আরো রঙিন চরিত্র ঘোড়ায় চড়া আতর আলী ফকির, রহস্যময় ‘অফিসার’ মোকলেস, প্রভাবশালী মগা ভাই,বউয়ের চোখে ধরা মোহনের রাশিচক্র, প্রেমের দ্বন্দ্বে গোলাপি, কুসুম ও কোকিলা, আর পুরান ঢাকার ক্যাবল ব্যবসায়ী সফদার মিয়ার মেয়ে বিজলি।
নির্মাতা হিমু আকরাম আরো বলেন, “আমি সব সময় চাই দর্শকরা যেন হাসির ভেতরে নিজের জীবনকেও খুঁজে পায়।আশা করছি ‘ঘুরিতেছে পাঙ্খা’ দর্শকদের মন ভালো করবে আর পরিবার নিয়ে বসে দেখার মতো আনন্দ দেবে।”এই ধারাবাহিকে পাঙ্খা চরিত্রে অভিনয় করছেন রাশেদ সীমান্ত। ক্যারিয়ারে এটি তার দ্বিতীয় ধারাবাহিক। আরো আছেন আ খ ম হাসান, আরফান আহমেদ, ফারুক আহমেদ, ড. এজাজ, সাদ্দাম মাল,জিল্লু, মায়মুনা মমো, রোজী সিদ্দিকী, জারা নুর, এস কে বাপ্পি,অদিতি জাহান অথই, আমিন আজাদ, সঞ্জিব আহমেদ।শুটিং চলছে গাজীপুরের বিলবিলায়।অস্থির সময়ের অদ্ভুত সব পরিস্থিতির ভিড়ে দর্শকদের হাসাবে ‘ঘুরিতেছে পাঙ্খা’।
ধারাবাহিক নাটকটি আরটিভিতে প্রচার শুরু হবে ১৩ অক্টোবর থেকে। সপ্তাহে চার দিন রাত ৯টা ২০ মিনিটে।





