নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম বিভাগের নবাগত পরিচালক (স্বাস্থ্য) হিসেবে পদায়িত হয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের পার-২ শাখায় ন্যাস্তকৃত পরিচালক বিশিষ্ট চিকিৎসক ও ১৭৩ম বিসিএস কর্মকর্তা ডা. সেখ ফজলে রাব্বি। রাষ্ট্রপতির আদেশক্রমে গত ২৪ জুলাই তারিখের ৪৫.০০.০০০০.১৪৮.০১৯.০০৯.২০২২-৫৪২ নং স্মারকমূলে যুগ্মসচিব সনজীদা শরমিন স্বাক্ষরিত এক আদেশে তাকে এ পদে পদায়ন করে আগামী ৩১ জুলাই তারিখের মধ্যে চট্টগ্রামে নতুন কর্মস্থলে যোগদানের জন্য উল্লেখ করা হয়েছে। চট্টগ্রাম বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. অং সুই প্রু মারমা চাকুরী থেকে অবসরে যাওয়ায় এ পদে স্থলাভিষিক্ত হলেন ডা. সেখ ফজলে রাব্বি।
১৯৭০ সালের ২১ আগস্ট সাতক্ষীরা জেলার সদর উপজেলার প্রাণসায়ের (সুলতানপুর) গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। সাতক্ষীরা সরকারী উচ্চ বিদ্যালয় থেকে ১৯৮৫ সালে এসএসসি ও ১৯৮৭ সালে সাতক্ষীরা সরকারী কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজে (চমেক) ভর্তি হয়ে ১৯৯৫ সালে এমবিবিএস ডিগ্রী অর্জন করেন ডা. সেখ ফজলে রাব্বি। ১৯৯৭ সালের ৭ সেপ্টেম্বর তারিখে সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সহকারী সার্জন হিসেবে প্রথম সরকারী চাকুরীতে যোগদান করেন তিনি। পর্যায়ক্রমে তিনি পদোন্নতি পেয়ে চট্টগ্রামের হাটহাজারী ও রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা, চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের সহকারী পরিচালক, মুন্সীগঞ্জ ও চট্টগ্রাম জেলার সিভিল সার্জন, চট্টগ্রাম ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক (উপপরিচালক), মহাখালী স্বাস্থ্য অধিদপ্তরে পরিচালক-প্রশাসন (চ.দা), ও কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক (চ.দা) পদে সুনামের সাথে দায়িত্ব পালন করেন। এছাড়া হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি দেশের বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল অফিসার/সহকারী সার্জন পদে চাকুরী করেন প্রতিথযশা চিকিৎসক সেখ ফজলে রাব্বি। তাঁর স্ত্রী ডা. ইশরাত জাহান চট্টগ্রাম মেডিকেল কলেজের (চমেক) এনাটমী বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান। বড় মেয়ে সুবাহ নাওয়ার খুলনা প্রকৌশল ও প্রযুক্ত বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগে প্রভাষক ও পুত্র সেখ আহমদ আদনান ওয়ালী এ বছর এসএসসি পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছেন।
চট্টগ্রাম বিভাগের নবাগত পরিচালক (স্বাস্থ্য) ডা. সেখ ফজলে রাব্বির পিতা মরহুম সেখ আবুল হোসেন সাতক্ষীরা আদালতের প্রতিথযশা আইনজীবি, সাতক্ষীরা-৫ সংসদীয় আসনের সংসদ সদস্য ও জেলা পরিষদ চেয়ারম্যান ছিলেন ও মাতা সামসুন নাহার গৃহিনী। তাঁর বড় ভাই ডা. সেখ কুদরত-ই-খুদা সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক হিসেবে বর্তমানে কর্মরত রয়েছেন।