নিজস্ব প্রতিবেদক: নগরের ঝর্ণাপাড়ার জোড় ডেবা এলাকা থেকে মাথা ও হাতবিহীন অজ্ঞাত কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয়দের পাওয়া সংবাদের ভিত্তিতে মরদেহটি উদ্ধার করে ১০-১৫ দিন ধরে পানিতে ছিলো বলে ধারণা করছে পুলিশ।
মরদেহ উদ্ধারের তথ্যটি নিশ্চিত করেন ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আজাদ।
তিনি বলেন, ‘সকালে স্থানীয়রা মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে ঘটনাস্থলে গিয়ে পুলিশ লাশটি উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। লাশটি পচে গেছে। তাই আমরা ধারণা করছি, লাশটি ১০-১৫ দিন ধরে পানিতে ছিলো। মরদেহের পরিচয় শনাক্তে কাজ করা হচ্ছে।’
