২৭শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

ট্রাকের ধাক্কায় সেনাবাহিনীর টহল গাড়ি খাদে, ৪ সেনা সদস্য আহত

অনলাইন ডেস্ক: ঝিনাইদহের মহেশপুরে সেনাবাহিনীর টহল গাড়ি ও একটি ট্রাকের সংঘর্ষে ৪ সেনা সদস্য আহত হয়েছেন। দুর্ঘটনাটি মহেশপুর-টু-খালিশপুর রোডের বেলোঘাট ঈদগাহের সামনে শনিবার (১৭ জানুয়ারি) সকাল ১০টায় ঘটে।
মহেশপুর সেনা ক্যাম্প কমান্ডার মেজর নাভিদ দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, খালিশপুরের দিকে সেনাবাহিনীর টহল গাড়ির সামনে ট্রাক ধাক্কা দেয়।সংঘর্ষের ফলে উভয় যানবাহন নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়।এই দুর্ঘটনায় গাড়িতে থাকা ৪ সেনা সদস্য গুরুতর আহত হন। আহত সেনাদের উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়েছে। এ ঘটনায় ট্রাক ড্রাইভার পালিয়ে গেছে বলে জানান সেনা সদস্যরা।

আরও পড়ুন