২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

টর্চলাইট জ্বেলে মা-বোনকে কোপানোর ভিডিও ধারণ, আটক ১

রাউজান প্রতিনিধি: চট্টগ্রামের রাউজানে এক মা’কে গভীর রাতে কুপিয়ে জখমের সময় টর্চ দিয়ে করা একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে শুক্রবার ছড়িয়ে পড়ে। ওই ঘটনায় শনাক্ত করা একজনকে আটক করেছে পুলিশ।আটক সুমন মুন্সি রাউজান পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মহিউদ্দিন মাস্টারের ছেলে। আহত তাহেরা আকতার (৩৮) রাউজান পৌরসভার সুলতানপুর ৪ নম্বর ওয়ার্ডের আবদুল হাকিমের স্ত্রী। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়।
তার কন্যা সানজিদা সাথী ফেসবুকে কয়েকজন যুবক কর্তৃক তার মা, বোনদের উপর হামলার ভিডিও দিয়ে বলেন, বৃহস্পতিবার রাত দেড়টার দিকে কিছু সন্ত্রাসী রাম দা, লাটি, রড দিয়ে আমার আম্মা ও ছোট বোনের উপর হামলা করে।
ভিডিওতে দেখা যায়, চারদিক যখন নিঝুম, হঠাৎ করে চিৎকার, আর্তনাদ আর শিশুর কান্নায় থমকে যায় নিস্তব্ধতা। গভীর রাতে ঘটে যাওয়া এই ঘটনায় সানজিদার মা, বোন আহত হন। তখন সানজিদা টর্চলাইট জ্বেলে, অন্য হাতে মোবাইলে ধারণ করেন পুরো ঘটনা।
সানজিদার ভিডিওতে দেখা যায়, তার মা তাহেরা আকতারকে ধারালো কিরিচ দিয়ে একাধিকবার কোপানো হচ্ছে, তিনি বাঁচার জন্য আকুতি জানাচ্ছেন, আর পাশে ছোট মেয়ে আতঙ্কে কাঁদছে।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধের জেরে এই ঘটনা ঘটে। আহত তাহেরা আকতার সাংবাদিকদের বলেন, তারা আমাকে মেরে ফেলতে এসেছিল। আমার স্বামীকে পেলে তাকেও হত্যা করতো। আমার বড় মেয়ে বুদ্ধি করে ভিডিও করেছে বলেই এখন প্রমাণ আছে। হামলাকারীরা আমার কাছ থেকে একলাখ তিন হাজার টাকা, স্বর্ণের চেইন ও দুলও নিয়ে গেছে। ঘটনার পর রাউজান থানা পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তদের একজন সুমন মুন্সিকে আটক করেছে।
এ প্রসঙ্গে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, সংবাদ পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠাই। এখন পর্যন্ত একজনকে আটক করা হয়েছে। ভিকটিমের পক্ষ থেকে অভিযোগ পেলে আমরা প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করব। ভিডিওটি তদন্তে সহায়ক প্রমাণ হিসেবে বিবেচনা করা হচ্ছে। এদিকে, শুক্রবার নির্মম হামলার এই ভিডিও আহতের মেয়ে সানজিদা তার ফেসবুকে ছড়িয়ে দিলে তা নিয়ে বেশ আলোড়ন সৃষ্টি হয়। অনেকে এ ঘটনার নিন্দা জানাতে দেখা যায়।

আরও পড়ুন