২৭শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

জোটের আসন সমঝোতা নিয়ে যা বললেন জামায়াত আমির

অনলাইন ডেস্ক : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আগামী এক-দুদিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা হবে বলে জানিয়েছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।আজ সোমবার (১২ জানুয়ারি) ইউরোপিয়ান ইউনিয়নের (ইইউ) প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎ শেষে ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।জামায়াত আমির বলেন, দেশের এগিয়ে যাওয়ার জন্য স্থিতিশীলতা প্রয়োজন। জামায়াত সংস্কারের পক্ষে, দেশবাসীও সংস্কার চায়।বিচার বিভাগ পূর্ণ স্বাধীন হবে। কিন্তু জবাবদিহির জায়গাও থাকতে হবে।তিনি বলেন, ক্ষমতায় গেলে বিশ্বের শান্তিকামী দেশগুলোর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখবে জামায়াত।এ সময় গণমাধ্যম দলীয় মাধ্যম হবে না আশা প্রকাশ করে নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতের দাবি জানান ডা. শফিকুর রহমান।

আরও পড়ুন