২৩শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

চীনে ভিমরুলের কামড়ে প্রাণ গেল দুই শিশুর

অনলাইন ডেস্ক : চীনের ইউনান প্রদেশে ভিমরুলের আক্রমণে একই পরিবারের দুই শিশু নিহত হয়েছে। এ ঘটনায় স্থানীয় এক চাষীর বিরুদ্ধে অবহেলাজনিত হত্যার অভিযোগ আনা হয়েছে বলে শনিবার জানিয়েছে সাউথ চায়না মর্নিং পোস্ট।এই মর্মান্তিক ঘটনাটি গত ২৯ জুন মাডিং কাউন্টিতে ঘটেছে। পাইন বনের পাশে খেলছিল সাত বছরের একটি ছেলে ও তার দুই বছরের বোন।
এসময় ভিমরুল ঝাঁকের আক্রমণের শিকার হয় তারা। এতে ঘটনাস্থলেই মারা যায় দুই বছরের মেয়েটি। শিশুটির শরীরে অন্তত ৭০০টি হুল ফোটানোর চিহ্ন দেখতে পাওয়া গেছে। এ সময় শিশুদের দাদী তাদের বাঁচাতে এগিয়ে গেলে তিনিও ভিমরুলের কামড়ে আহত হন।
অন্যদিকে, সাত বছরের ছেলেটিকে অন্তত ৩০০টি হুল ফোটানোর চিহ্নসহ গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে পরদিন তার মৃত্যু হয়। শিশুদের বাবা জানিয়েছেন, তাদের শরীরের কোনো অংশই ভিমরুলের হুল থেকে রক্ষা পায়নি।
স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, আক্রমণকারী পোকাগুলো ছিল হলুদ পা বিশিষ্ট ভিমরুল (ভেসপা ভেলুটিনা নিগরিথোরাক্স)। লি নামের এক কৃষক এগুলোকে চাষ করছিলেন।
ভিমরুল চাষি দোষ স্বীকার করে জানিয়েছেন, স্থানীয় সুস্বাদু খাদ্য হিসেবে বিক্রির জন্য ভিমরুল চাষ করছিলেন তিনি। এ ঘটনায় তিনি নিহত শিশুদের পরিবারকে ৪০ হাজার ইউয়ান ক্ষতিপূরণ দিয়েছেন এবং জানান তার আর কোনো সুযোগ বা ক্ষমতা নেই।
তদন্তে দেখা গেছে, লি টানা দুই বছর ধরে বন বিভাগের কোন অনুমতি ছাড়াই এই প্রজাতির বোলতা চাষ করছিলেন। ঘটনার পর তাকে কিছু সময়ের জন্য আটক করা হলেও পরে জামিনে মুক্তি দেওয়া হয়। পরবর্তীতে তিনি তার খামারের সব ভিমরূল ধ্বংস করে ফেলেন।এ ঘটনার পর স্থানীয় প্রশাসন হলুদ পা বিশিষ্ট ভিমরুল চাষ নিষিদ্ধ করেছে এবং অঞ্চলের সব মৌচাষ কার্যক্রমে কড়া নজরদারি চালাচ্ছে।

 

আরও পড়ুন