নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানা এলাকা থেকে জামশেদ ইসলাম নামে যুবলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। জামশেদ ইসলাম ওই এলাকার বরিশাল বাজার উকিল বাড়ির জানে আলমের ছেলে। সে চান্দগাঁও থানাধীন ওয়ার্ড যুবলীগের সাবেক সহ-সভাপতি।রোববার রাতে চান্দগাঁও থানাধীন সিএন্ডবি বরিশাল বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.জাহেদুল কবির বলেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠন যুবলীগের নেতা মোহাম্মদ জামশেদ ইসলামকে গতকাল রবিবার রাতে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (২২ সেপ্টেম্বর) আদালতে পাঠানো হচ্ছে।
