চবি প্রতিনিধি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) গাঁজাসহ ৫ জনকে আটক করেছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা। এদের মধ্যে রয়েছেন নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সানিলা জামিল জয়ী, যিনি এর আগেও সামাজিক যোগাযোগমাধ্যমে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তি করে বিতর্কের জন্ম দিয়েছিলেন।চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুলের ভবন এলাকা থেকে তাদের আটক করা হয়। অভিযানে নেতৃত্ব দেয় বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম।প্রক্টরিয়াল সূত্রে জানা গেছে, আটকদের মধ্যে তিনজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও দুইজন বহিরাগত। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হলেন—নৃবিজ্ঞান বিভাগের ২০-২১ শিক্ষাবর্ষের সানিলা জামিল জয়ী, ২১-২২ শিক্ষাবর্ষের মাসুদ ও ২২-২৩ শিক্ষাবর্ষের মাহাদী। বহিরাগতদের নাম হিরন ও হাসিব।
আটক হওয়ার পর শিক্ষার্থী জয়ী গণমাধ্যমকে বলেন, ‘আমি আমার জুনিয়রদের সঙ্গে ল্যাপটপে কাজ করছিলাম। পাশেই একদল ছেলে গাঁজা সেবন করছিল। প্রক্টরিয়াল টিম আসতেই তারা পালিয়ে যায়। তবে আমার পকেটে ১৫-২০ গ্রাম গাঁজা ছিল, কিন্তু আমি গাঁজা সেবন করছিলাম না।’
বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অধ্যাপক ড. কোরবান আলী বলেন, ‘নিয়মিত টহলের সময় আমরা তাদের হাতে গাঁজাসহ আটক করি। আগামীকাল (মঙ্গলবার ২২ জুলাই) বিকাল সাড়ে তিনটায় তাদের বিষয়ে প্রক্টর অফিসে আলোচনা হবে। আপাতত তাদের নাম-ঠিকানা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।”
উল্লেখ্য, আটক হওয়া জয়ী এর আগে মহানবী (সা.)-কে নিয়ে ফেসবুকে কটূক্তি করায় ক্যাম্পাসে বিক্ষোভ ও তার স্থায়ী বহিষ্কারের দাবিতে আন্দোলন হয়।
