১৯শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

চবি ছাত্রশিবিরের নেতৃত্বে মোহাম্মদ আলী-পারভেজ

চবি প্রতিনিধি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার ২০২৫ সেশনের বাকি সময়ের জন্য (ষান্মাসিক) সভাপতি হিসেবে সদস্যদের ভোটে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ আলী এবং সেক্রেটারি হিসেবে মনোনীত হয়েছেন মোহাম্মদ পারভেজ।মঙ্গলবার এক জরুরী সদস্য সমাবেশে তারা নির্বাচিত হন।
সাংবাদিকদের কাছে পাঠানো শাখা ছাত্রশিবিরের বার্তায় জানা গেছে, শাখা সভাপতি নির্বাচন উপলক্ষ্যে কেন্দ্রীয় সভাপতি সই করা ব্যালট পেপারে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে সর্বাধিক ভোটপ্রাপ্ত মোহাম্মাদ আলীকে শাখা সভাপতি হিসেবে ঘোষণা ও কেন্দ্রীয় সভাপতির প্রতিনিধি হিসেবে সাংবিধানিক শপথ পাঠ করান সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দাম।
পরবর্তীতে সদস্যদের পরামর্শের ভিত্তিতে মোহাম্মাদ পারভেজকে সেক্রেটারি হিসেবে মনোনয়ন দেন নবনির্বাচিত সভাপতি মোহাম্মাদ আলী। নির্বাচন শেষে দোয়া ও মুনাজাতের মাধ্যমে সেটআপ অনুষ্ঠান সমাপ্ত হয়।
এ বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের নব-নির্বাচিত সভাপতি মোহাম্মদ আলী বলেন, আমাদের সংগঠনের নিজস্ব সিস্টেম রয়েছে। বছরের শুরুতে একবার নির্বাচন হয়। তারপর কেন্দ্রীয় সংগঠন প্রয়োজন মনে করলে বছরের মাঝামাঝি সময়ে নতুন দায়িত্বশীল নির্বাচন করেন। সেই হিসেবে সদস্যদের ভোটে এখন আমি সভাপতি নির্বাচিত হয়েছি। আর সেক্রেটারি মনোনয়ন পেয়েছেন মোহাম্মদ পারভেজ। পূর্বে যিনি সভাপতি ছিলেন, তাকে কেন্দ্রে নেওয়া হয়েছে।
ইসলামি ছাত্রশিবিরের কেন্দ্রীয় বিজ্ঞান সম্পাদক ডা. উসামাহ রাইয়ানের সঞ্চালনায় সেটআপ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সদ্য বিদায়ী সভাপতি মোহাম্মদ ইব্রাহিম এবং শাখা ছাত্রশিবিরের অন্যান্য নেতৃবৃন্দ এবং সদস্যবৃন্দ।

আরও পড়ুন