নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম রাউজান থানাধীন নোয়াপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ অস্ত্র গোলাবারুদসহ ২ জনকে আটক করেছে র্যাব-৭।বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকালে এই তথ্য দেন র্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মো. হাফিজুর রহমান। তিনি বলেন, নোয়াপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে অস্ত্র-গোলাবারুদসহ ২ জনকে আটক করা হয়েছে। অভিযান চলমান রয়েছে।





