নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম নগরীর চান্দগাঁওয়ে টার্ফ (কৃত্রিম ঘাসের মাঠ) দখল নিয়ে যুবদলের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় করা হত্যা মামলায় মো. ফারুক (২৪) নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব-৭। গ্রেপ্তার ফারুক চান্দগাঁও থানাধীন রিয়াজ উদ্দিন উকিল বাড়ির ছবির আহম্মদের ছেলে।শনিবার (১১ অক্টোবর) দিবাগত রাত ২টা ২০ মিনিটে চান্দগাঁওয়ের মৌলভীর পুকুরপাড়ের রিয়াজ উদ্দিন উকিল সড়ক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ নিয়ে এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রিয়াজ উদ্দিন উকিল সড়ক এলাকা থেকে হত্যা মামলার আসামি মো. তারেককে গ্রেপ্তার করা হয়।র্যাব-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) এ.আর.এম. মোজাফ্ফর হোসেন বলেন, গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য চান্দগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে।এর আগে ২০ সেপ্টেম্বর বিকেলে পুরাতন চান্দগাঁও এলাকায় চান্দগাঁও স্পোর্টস জোনে যুবদলের দুই পক্ষের সংঘর্ষে জুবায়ের উদ্দিন (২৬) নামে এক যুবক নিহত হন। টার্ফের (কৃত্রিম ঘাসের মাঠ) দখল নিয়ে যুবদলের এই সংঘর্ষের সূত্রপাত হয়েছে বলে জানা গেছে। স্থানীয় লোকজন বলছেন, ওই স্পোর্টস জোন কমপ্লেক্সের দখল নিয়ে নগর যুবদলের যুগ্ম সম্পাদক মোশাররফ হোসাইন ও নগর যুবদলের কৃষিবিষয়ক সম্পাদক নুরুল আমিনের অনুসারীদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে সংঘর্ষে জড়ায় দুই পক্ষ। এ ঘটনায় চান্দগাঁও থানায় মামলা করা হয়।
এ ঘটনার পর যুবদলের এই দুই নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে বিলুপ্ত ঘোষণা করা হয়েছে চট্টগ্রাম নগর যুবদলের কমিটিও। নিহত জুবায়ের নগর যুবদলের বিলুপ্ত কমিটির যুগ্ম সম্পাদক মোশাররফ হোসাইনের অনুসারী হিসেবে পরিচিত। তবে নগর যুবদল নেতাদের দাবি, জুবায়ের যুবলীগের কর্মী। তিনি যুবদলের কেউ নন।