১৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

চট্টগ্রামে বিজয় দিবসের বর্ণিল কুচকাওয়াজ

অনলাইন ডেস্ক: বিজয় দিবসের কর্মসূচির অংশ হিসেবে নগরের জেলা স্টেডিয়ামে আয়োজন করা হয়েছে বর্ণিল কুচকাওয়াজ ও ডিসপ্লে।মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল ৮টায় জেলা প্রশাসনের উদ্যোগে এ কুচকাওয়াজ ও ডিসপ্লে আয়োজন করা হয়।
কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন। অনুষ্ঠানে অতিথি ছিলেন জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন বলেন, বাংলাদেশকে সমৃদ্ধশালী দেশে উন্নত করার লক্ষ্যে বর্তমান সরকার কাজ করছে। আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। সরকার একটি অবাদ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দিতে বদ্ধপরিকর। সুষ্ঠু নির্বাচন আয়োজনে সবার সহযোগিতা কামনা করছি। কুচকাওয়াজে আনসার-ভিডিপি, নগরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বয়েজ স্কাউট, গার্লস গাইড ও বিএনসিসির সদস্যরা অংশহগ্রহণ করে।দিবসটি উপলক্ষে সকালে সকল সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
এর আগে ভোরে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে শুরু হয় বিজয় দিবসের কর্মসূচি। সকাল ৬ কাট্টলী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিনের কর্মসূচী শুরু হয়। সকাল ৮টায় জেলা স্টেডিয়ামে প্যারেড ও কুচকাওয়াজ, সকাল সাড়ে ১১ টায় সার্কিট হাউজে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এছাড়া বিকেল ৩টায় প্রীতি ফুটবল ম্যাচ হবে জেলা স্টেডিয়ামে। বিকেল ৪টায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও সিআরবি শিরীষ তলা বিজয় মেলার সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হবে দিনের আনুষ্ঠানিকতা।

আরও পড়ুন