আনোয়ারা প্রতিনিধি: চট্টগ্রামের আনোয়ারায় বিদেশি অস্ত্র ও গুলিসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।বৃহস্পতিবার সকালে উপজেলার বরুমছড়া ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের একটি বাড়িতে তল্লাশি ও পুকুর পাড়ে মাটি খুঁড়ে অস্ত্র-গুলি উদ্ধারের তথ্য দেন আনোয়ারা থানার ওসি মনির হোসেন।গ্রেপ্তার আবদুল মজিদকে (৪২) ‘পেশাদার অস্ত্র ব্যবসায়ী’ বলছে পুলিশ।
ওসি মনির বলেন, “অস্ত্র কেনাবেচার গোপন তথ্যে মজিদের বাড়িতে অভিযানে যায় পুলিশ। সেসময় বাড়ির পুকুর ঘাটের পাশে মাটির নিচে লুকিয়ে রাখা তুর্কমেনিস্তানের একটি ও দেশিয় একটি এলজিসহ দুটি অস্ত্র ও আট রাউন্ড গুলি উদ্ধার করা হয়।”পরে তার ঘরে তল্লাশি চালিয়ে অস্ত্র রাখার বাক্স, অস্ত্র তৈরির সরঞ্জাম ও নগদ তিন লাখ ৬৫ হাজার টাকা উদ্ধার করা হয়।ওসি বলেন, মজিদ দীর্ঘদিন ধরে অস্ত্র বেচাকেনার সঙ্গে জড়িত। তার কাছ থেকে উদ্ধার করা টাকাগুলো অস্ত্র বেচাকেনার।
