নগরীর চকবাজার কাপাসগোলায় ব্যাটারি রিকশাসহ মা ও ছয় মাস বয়সী শিশু নালায় পড়ে যায়। ওই শিশুর মাকে উদ্ধার করা গেলেও শিশুটি পানির স্রোতে নিমিষেই হারিয়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা শিশুটিকে উদ্ধার করার কাজ অব্যাহত রেখেছে। শুক্রবার (১৮ এপ্রিল) সন্ধ্যায় এই ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রামের সহকারী পরিচালক আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, চকবাজার কাপাসগোলা এলাকার নবাব হোটেলের সামনে দিয়ে যাওয়ার পথে নালায় পড়ে যায় ব্যাটারিচালিত রিকশাটি। এসময় রিকশার দুই যাত্রীর মধ্যে একজনের কোলে একটি ছয় মাসের বাচ্চা ছিল। ফায়ার সার্ভিসের চন্দনপুরা ইউনিটের একটি টিম গিয়ে দুইজনকে উদ্ধার করতে পারলেও বাচ্চাটি উদ্ধার করতে পারেনি। বৃষ্টির পরপরই নালার স্রোত বেশি থাকার কারণে বাচ্চাটি তলিয়ে গেছে। আমরা উদ্ধার করার জন্য কাজ করছি।
চট্টগ্রামে সর্বশেষ ২০২৩ সালের ২৭ আগস্ট মহানগরীর উত্তর আগ্রাবাদের রঙ্গিপাড়া এলাকায় একটি নালায় পড়ে এক শিশু নিখোঁজ হয়েছে। একই বছরের ৭ আগস্ট চট্টগ্রাম সিটি করপোরেশনের ১ নম্বর পাহাড়তলী ওয়ার্ডের ফতেহপুর ইসলামী হাট-সংলগ্ন বাদামতলা এলাকার নালায় পড়ে মৃত্যু হয় কলেজছাত্রী নিপা পালিতের (২০)। এর আগে ২০২১ সালের ৩০ জুন মেয়র গলি এলাকায় চশমা খালে পড়ে অটোরিকশাচালক ও এক যাত্রীর মৃত্যু হয়। ওই বছরের ২৫ আগস্ট নগরীরর মুরাদপুরে চশমা খালে পা পিছলে পড়ে তলিয়ে যান সবজি বিক্রেতা ছালেহ আহমেদ। তাঁর মরদেহ আর পাওয়া যায়নি।
