১৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

চট্টগ্রামে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ইকবাল গ্রেপ্তার

রাউজান প্রতিনিধি :চট্টগ্রাম জেলা পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী মুহাম্মদ ইকবাল হোসেন চৌধুরী ওরফে ‘মেজর ইকবাল’কে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার (১০ নভেম্বর) রাতে রাউজান উপজেলার সুলতানপুর গ্রামে অবস্থিত নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় তাকে। তিনি ওই এলাকার মৃত আবদুল কুদ্দুসের ছেলে। আজ মঙ্গলবার (১১ নভেম্বর) রাউজান থানার ওসি মনিরুল ইসলাম ভুঁইয়া এ বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন।তিনি বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইকবাল জানিয়েছেন, তার বিরুদ্ধে অন্তত ৪০টি মামলা রয়েছে। এর মধ্যে ১১টি এখনও বিচারাধীন, যার ছয়টি হত্যা মামলা। ২০১০ সালে সাত বছরের কারাভোগ শেষে জামিনে মুক্ত হয়ে বিদেশে চলে যান তিনি। সম্প্রতি আবার এলাকায় ফিরে সক্রিয় হন।’ওসি বলেন, ‘দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাউজান আসনের সাবেক সাংসদ এ বি এম ফজলে করিম চৌধুরীর ঘনিষ্ঠ অনুসারী হিসেবে এলাকায় প্রভাব বিস্তার করতেন ইকবাল।’
১৯৮৯ সালে চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের তৎকালীন সাধারণ সম্পাদক ফখরুদ্দিন মোহাম্মদ বাবর ও রাউজান কলেজ ছাত্র সংসদের ভিপি মজিবুর রহমান হত্যার পর থেকেই আলোচনায় আসে ইকবালের নাম। পরে পূর্ব গুজরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আকতার হোসেনকে ব্রাশ ফায়ারে হত্যা, রাউজানের দুই ভাই টিটু ও মিঠু, মুক্তিযোদ্ধা নিহার কান্তি বিশ্বাস, ছাত্রলীগ নেতা ইকবাল-জামিল এবং ফটিকছড়ির শ্যামল ও আমান হত্যাসহ একাধিক ঘটনায় হওয়া মামলায় আসামি হন তিনি।রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, অস্ত্রসহ অবস্থানের খবর পেয়ে পুলিশ অভিযান চালায়।তবে তার কাছ থেকে কোনো অস্ত্র উদ্ধার হয়নি। পুরনো মামলায় গ্রেপ্তার দেখিয়ে মঙ্গলবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে। তিনি বলেন, তদন্তের স্বার্থে ইকবালকে রিমান্ডে নেওয়ার আবেদন করা হবে।ইকবাল প্রায় ২০ বছর আগে গুলিতে নিহত রাউজান পৌরসভার কমিশনার এসকান্দারের ছোট ভাই এবং বর্তমান কাউন্সিলর জান্নাতুল ফেরদৌস ডলির বড় ভাই।

আরও পড়ুন