নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম নগরীর শমসেরপাড়া এলাকায় খাল থেকে অজ্ঞাতনামা একব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার দুপুর দেড়টার দিকে লাশটি উদ্ধার করা হয়।চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি বলেন, ওই ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিলেন। পানিতে পড়ে তিনি মারা গেছেন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
