৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

চট্টগ্রাম রেলওয়ে থানার ব্যারাকে পুলিশ সদস্যের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম রেলওয়ে থানার ব্যারাকে এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেলে এ ঘটনা ঘটে।পুলিশ সূত্র জানায়, চট্টগ্রাম রেলওয়ে থানায় কর্মরত কনস্টেবল সোহাগ হোসেন ডিউটিরত অবস্থায় ছিলেন। পরে তিনি ব্যারাকে যান। দুপুরে খাবার নিয়ে যাওয়ার জন্য এক সহকর্মী তাকে ডাকতে ব্যারাকে গেলে কোনো সাড়া না পেয়ে বিছানায় অচেতন অবস্থায় দেখতে পান। তাৎক্ষণিকভাবে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।মৃত কনস্টেবল সোহাগ হোসেনের বিপি নম্বর ৮৯০৮১২২০২৮। তিনি চাঁদপুর জেলার উত্তর মতলব উপজেলার ফৈলাকান্দি গ্রামের বাসিন্দা। তাঁর পিতার নাম মজিবুর রহমান।
চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল হাসান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, সহকর্মীরা ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে কনস্টেবল সোহাগ হোসেনকে দ্রুত চমেক হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরিবারের সদস্যদের উপস্থিতিতে এবং তাঁদের সিদ্ধান্ত অনুযায়ী ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হাসপাতাল থেকে নেওয়া হয়েছে।
ওসি আরও জানান, কনস্টেবল সোহাগ হোসেনের স্ত্রীও একজন পুলিশ সদস্য এবং তিনি চট্টগ্রাম রেলওয়ে থানায় কর্মরত। পুলিশের স্কটের মাধ্যমে মরদেহ তাঁর গ্রামের বাড়ি চাঁদপুরে পাঠানো হয়েছে।

আরও পড়ুন