১২ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

চট্টগ্রাম বিমানবন্দরে পাঁচ যাত্রীর কাছ থেকে ৭০০ গ্রাম স্বর্ণ জব্দ

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালিয়ে পাঁচ যাত্রীর কাছে থেকে ৭’শ গ্রাম স্বর্ণ জব্দ করেছে কাস্টমস কর্তৃপক্ষ। বিষয়টি নিশ্চিত করেছেন শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল। বুধবার সকালে এসব স্বর্ণ জব্দ করা হয়।
প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, সকাল সাড়ে ৯টায় জেদ্দা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১৩৫ এর একটি ফ্লাইটে ৫ জন যাত্রীকে আটকে তল্লাশি করে কাস্টমস কর্তৃপক্ষ। এসময় যাত্রী জেসমিন আক্তারের কাছে ২০০ গ্রাম, মো. নাসিরের কাছে ২৫০ গ্রাম, মোহাম্মদ মাসুম করিম চৌধুরীর কাছে ৩০০ গ্রাম ও কীজা মনোয়ারা বেগমের কাছে ২৫০ গ্রাম ও ইয়াসমিন আক্তারের কাছে ২০০ গ্রাম অর্থাৎ মোট ১২০০ গ্রাম স্বর্ণ পাওয়া যায়। যার মধ্যে শুল্কমুক্ত ৫০০ গ্রাম যাত্রীদের দেওয়া হয় বাকি ৭০০ গ্রাম ডিএম মূলে জব্দ করা হয়। এর মাধ্যমে ৩৫ লাখ টাকা রাজস্ব আদায় করা হয়েছে। যাত্রীদেরকে মৌখিকভাবে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়।

আরও পড়ুন