নিজস্ব প্রতিবেদক: ফেনী শহরতলীর পাঁচগাছিয়া এলাকা থেকে জোবায়ের রাবিন নামে চট্টগ্রাম বিএফ শাহীন স্কুল এন্ড কলেজের পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পরিবার। নিখোঁজের একদিন পর বৃহস্পতিবার সকালে বাড়ির পাশের একটি ডোবায় শিশুটির মৃতদেহ স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য তৈরি হয়েছে।পাঁচগাছিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের নগরকান্দা গ্রামের (ইছাক হাজি বাড়ি) নিজ বাড়ির সামনে থেকে বুধবার দুপুর সাড়ে ১২টায় হারিয়ে যায় শিশুটি।
নিহতের বাবা মো. ওমর জানান- পূর্ব শত্রুতার জেরে তার ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করে ডোবায় রেখে যাওয়া হয়।
নিহত জোবায়ের রাবিন (১০) চট্টগ্রাম বিএএফ শাহীন স্কুল এন্ড কলেজের পঞ্চম শ্রেণির যমুনা শাখার ছাত্র। পবিত্র ঈদুল আজহার ছুটিতে বাড়িতে বেড়াতে আসে।
ফেনী সদরের সার্কেল সহকারী পুলিশ সুপার আরিফুল ইসলাম সিদ্দিকী জানান, প্রাথমিক সুরতহাল ও তদন্ত শেষে বলা যাবে এটি হত্যা নাকি অপমৃত্যু।
