নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম বন্দরের বহিনোঙরে কর্ণফুলী নদীতে দুই নৌযানের সংঘর্ষের পর ডুবে গেছে স্ক্র্যাপ লোহাভর্তি ‘এমভি টিটু-৮’ নামে একটি লাইটারেজ জাহাজ। রাতের বেলা ঘন কুয়াশার মধ্যে অজ্ঞাত জাহাজের সাথে ধাক্কা লেগে স্ক্র্যাপ লোহাবাহী জাহাজটির ডানপাশে মাঝ বরাবর ফেটে যায়। শনিবার গভীর রাতে নগরীর মাঝিরঘাট ঝুটর্যালি ঘাটের কাছে জাহাজটি ডুবে যায় বলে নৌপুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। এমভি টিটু-৮’ নামের জাহাজটি চট্টগ্রাম বন্দরের বহির্নোঙ্গর থেকে আবুল খায়ের কোম্পানির জন্য স্ক্র্যাপ লোহা নিয়ে তীরে আসছিল।
সদরঘাট নৌ পুলিশের এসআই আরিফুল ইসলাম বলেন, রাতের বেলা ঘন কুয়াশার মধ্যে অজ্ঞাত জাহাজের সাথে ধাক্কা লেগে স্ক্র্যাপ লোহাবাহী জাহাজটির ডানপাশে মাঝ বরাবর ফেটে যায়। এরপর সেটি আনলোডিং পয়েন্টে ডুবে যায়।
তবে জাহাজে থাকা ১৩ জন নাবিক নিরাপদে তীরে উঠে আসতে সক্ষম হন বলে জানান তিনি। এসআই আরিফ বলেন, জাহাজটি ডুবে যাওয়ার আগে বেশকিছু স্ক্র্যাপ লোহা খালাস করা গেছে। ডুবে গেলেও ভাটার সময় জাহাজটির কিছু অংশ ভেসে ওঠে।
চট্টগ্রাম বন্দরের পরিচালক (প্রশাসন) মো. ওমর ফারুক বলেন, দুটি লাইটারেজ জাহাজের মধ্যে হালকা সংঘর্ষ হয়েছে। এতে আবুল খায়ের গ্রুপের জাহাজ এমভি টিটু-এইট সামান্য কাত হয়ে যায়। জাহাজের সামান্য ক্ষতি হলেও পণ্যের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। একপাশ কাত হয়ে থাকা অবস্থায় জাহাজ থেকে স্ক্র্যাপ খালাস চলছে। সেটি বর্হিনোঙ্গর থেকে স্ক্র্যাপ নিয়ে খালাসের জন্য মাঝিরঘাট এসেছিল।





