১৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

চট্টগ্রাম প্রেস ক্লাব চত্ত্বরে গুরুকুল ব্রহ্মচর্য্য আশ্রমের মানববন্ধন

প্রেস বিজ্ঞপ্তি: চট্টগ্রাম প্রেস ক্লাব চত্ত্বরে আকবরশাহস্থ শ্রীশ্রী গুরুকূল ব্রহ্মচর্য্য আশ্রমের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে উক্ত সমাবেশে সভাপতিত্ব করেন আশ্রম পরিচালনা পর্যদের সভাপতি শচীন্দ্র লাল দে। তিনি বলেন, শত বছরের ধর্মীয় প্রতিষ্ঠান গুরুকুল আশ্রমের ভাবমূর্তি নষ্ট এবং সম্পত্তি জবর দখলের প্রচেষ্টায় লিপ্ত রয়েছে একটি ভূমিগ্রাসী চক্র। দেশের রাজননীতির পট পরিবর্তনের সূযোগে স্থানীয় প্রশাসনকে অসত্য তথ্য প্রদান করে আশ্রম কর্তৃপক্ষকে বেকাদায় ফেলে ঘোলা পানিতে মাছ শিকারে লিপ্ত তারা। তিনি আরো বলেন, আশ্রমের ভক্ত ও সাধারণের যাতায়তে কিছু বিপদজনকস্থানে ইট,বালি,দিয়ে সংস্কার করার অর্থ পাহাড় কাটা হতে পারেনা। বিভিন্ন মিডিয়ায় পাহাড়ের চিহ্ন মুছে দেয়ার অসত্য খবরের তীব প্রতিবাদ জানান তিনি। আশ্রমের সেবায়েত মুক্তিযাদ্ধা ও অব: শিক্ষক কিরনময় ভট্টাচার্য্য বলেন, রাজনীতির সাথে সংশ্লিষ্ট না থাকা সত্তেও ৫ আগষ্টের ঘটনার সাথে যুক্ত করে ইতিমধ্যে সভাপতির নামে ৪টি মামলা দিয়েছে চক্রটি। বক্তারা হয়রানিমূলক মামলার তীব্র নিন্দা জানান। মানববন্ধ থেকে জেলা প্রশাসন বরাবরে স্মারক লিপি দেয়ার সিদ্ধান্ত হয়। মানববন্ধনে আশ্রম পরিচালনা পরিষদের সদস্য ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

আরও পড়ুন