২৭শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

‘গোপন কথা’ ফাঁসের অভিযোগে অভিনেত্রীর বিরুদ্ধে ১০০ কোটির মানহানি মামলা!

বিনোদন ডেস্ক : ভারতীয় ক্রিকেট দলের টি-টোয়েন্টি অধিনায়ক সূর্যকুমার যাদবকে ঘিরে বিতর্কিত মন্তব্য করে এবার বড় আইনি বিপাকে পড়লেন অভিনেত্রী ও রিয়ালিটি শো তারকা খুশি মুখার্জি। তাঁর বিরুদ্ধে ১০০ কোটি রুপির মানহানির মামলা করা হয়েছে বলে জানা গেছে।ভারতীয় গণমাধ্যম সূত্রের খবর, সূর্যকুমার যাদবের শৈশবের শহর উত্তর প্রদেশের গাজিয়াবাদ থেকে এই মামলা করা হয়েছে। ফয়জান আনসারি নামে এক ব্যক্তি আদালতে অভিযোগ করে দাবি করেছেন, খুশি ইচ্ছাকৃতভাবে মিথ্যা ও ভিত্তিহীন বক্তব্য ছড়িয়ে সূর্যকুমার যাদবের ভাবমূর্তি ও সুনাম ক্ষুণ্ন করার চেষ্টা করছেন।মামলায় শুধু আর্থিক ক্ষতিপূরণই নয়, অভিনেত্রীকে দ্রুত গ্রেপ্তার করার দাবিও তোলা হয়েছে।
বলা দরকার, গত কয়েকদিন ধরেই সেই ক্রিকেটারের ‘গোপন কথা’ ফাঁস করছিলেন খুশি। সোশ্যাল মিডিয়া ও বিভিন্ন সাক্ষাৎকারে খুশি দাবি করে আসছিলেন, সূর্যকুমার যাদব নাকি তাঁকে গভীর রাতে মেসেজ পাঠাতেন। তাঁদের মধ্যে কোনো সময় ঘনিষ্ঠ সম্পর্ক ছিল কি না, সে নিয়েও একাধিক ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন তিনি।এই সব বক্তব্য ঘিরেই ক্রিকেটমহল ও নেটদুনিয়ায় তীব্র আলোড়ন সৃষ্টি হয়।
তবে এই মামলা নিয়ে এখন পর্যন্ত সূর্যকুমার যাদব বা খুশি—কেউই প্রকাশ্যে কোনো প্রতিক্রিয়া জানাননি।
এর মধ্যেই রবিবার সকালে নতুন করে চাঞ্চল্য ছড়ায় খুশির একটি ফেসবুক ভিডিও। ভিডিও বার্তায় তিনি দাবি করেন, ‘ওরা খুব শক্তিশালী।আমাকে বাঁচতে দেবে না।’
তাঁর অভিযোগ, তাঁর ওপর কালো জাদু করা হচ্ছে। শরীরে অজানা আঁচড়ের দাগ পড়ছে, মাঝরাতে অচেনা নম্বর থেকে ফোন আসছে এবং দরজায় জোরে জোরে আঘাত করা হচ্ছে। এসব ঘটনার জেরে তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন এবং নিজের প্রাণ সংশয়ের আশঙ্কাও প্রকাশ করেছেন।
প্রসঙ্গত, খুশি টেলিভিশন ধারাবাহিক ও কিছু সিনেমায় ছোটখাটো পার্শ্বচরিত্রে অভিনয় করলেও মূলত পরিচিতি পান জনপ্রিয় রিয়ালিটি শো ‘স্প্লিটস ভিলা’-এর মাধ্যমে।মাস কয়েক আগে একটি অত্যন্ত সাহসী পোশাকে জনসমক্ষে হাজির হয়ে ফটোশিকারিদের ক্যামেরাবন্দি হওয়ার পরও তিনি আলোচনায় এসেছিলেন।
সম্প্রতি তিনি দাবি করেছিলেন, বহু ক্রিকেটার তাঁর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিলেন। এক সাক্ষাৎকারে বলেন, ‘অনেক ক্রিকেটারই আমার পেছনে পড়েছিল। সূর্যকুমার যাদবও একসময় আমাকে অনেক মেসেজ করত। এখন অবশ্য তেমন কথা হয় না।’
সেই মন্তব্যই শেষ পর্যন্ত তাঁকে আইনি জটিলতায় ফেলেছে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।এখন দেখার পালা, এই মামলার আইনি পরিণতি কোন দিকে মোড় নেয় এবং অভিযুক্ত অভিনেত্রী এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কী অবস্থান নেন। সূত্র : সংবাদ প্রতিদিন

আরও পড়ুন