২৩শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

রাজনৈতিক দলগুলোকে মানসিকভাবে গণতান্ত্রিক হতে হবে : সৈয়দ মোস্তফা আলম

খবর বিজ্ঞপ্তি: বিশ্বের সর্বোচ্চ মানবাধিকার সংগঠন আন্তর্জাতিক মানবাধিকার কমিশন গ্লোবাল এর বাংলাদেশের সেক্রেটারী জেনারেল সৈয়দ মোস্তফা আলম বলেন, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা লাভ করলেও কালের বিবর্তনে এবং ভিন দেশের প্রভাবমুক্ত হতে পারেনি এদেশ। যার কারণে স্বাধীনতার পরপরই ১৯৭৫ সালে প্রথম পট পরিবর্তন হয়েছে। ১৯৭৫ সালের ৭ই নভেম্বর দিনটি ছিল একটি ঐতিহাসিক দিন। এর পর থেকেই বাংলাদেশ প্রকৃতপক্ষে গণতান্ত্রিক অগ্রযাত্রা সুচনা হয়েছিল এবং বহুদলীয় গণতন্ত্রের পথ হাঁটা শুরু। ১৯৮২ সাল থেকে ১৯৯০ সাল পর্যন্ত পর্যায়ক্রমে স্বৈরতন্ত্রের বীজ বপন হয়েছিল। ১৯৯১ সাল থেকে সংসদীয় গণতন্ত্রের সুচনা হয়েছিল। কিন্তু ২০০৮ সাল হতে ২০২৪’র ৫ আগস্ট পর্যন্ত বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, মানবাধিকার, গণমাধ্যমের স্বাধীনতা এবং গণতান্ত্রিক পরিবেশ বিনষ্ট হয়েছিল। ২০২৪’র জুলাই বিপ্লব আন্দোলনের মাধ্যমে দেশের জনগণ স্বস্তি পেলেও বিগত এক বছরে অস্বস্থির জায়গা তৈরি হয়েছে। জুলাই আন্দোলনের শরিক দলগুলোর মধ্যে অনৈক্য সৃষ্টিতে বিভিন্ন দেশের এজেন্সিগুলো সক্রিয় রয়েছে। এই এজেন্সিগুলো বাংলাদেশকে সবসময় তাদের স্বার্থে অস্থিতিশীল করে রাখবে। বাংলাদেশের বর্তমান সময়ের গণতান্ত্রিকদলগুলোকে দেশের বৃহত্তর স্বার্থে ঐক্যবদ্ধ থাকতে হবে। বিগত সাড়ে ১৫ বছর যারা নির্যাতিত হয়েছে, তাদের মূল দাবি ছিল গণতান্ত্রিক ব্যবস্থায় নির্বাচন এবং মানবাধিকার রক্ষা। সে দাবিগুলোকে প্রাধান্য দিয়ে রাজনৈতিক দলগুলো তাদের নিজস্ব এজেন্টা বাস্তবায়নের মাধ্যমে দেশের সাধারণ জনগণের কাছে গিয়ে দলীয় আস্তা অর্জন করা জরুরী। অত্যন্ত দুঃখের বিষয় তা না করে নতুন নতুন কিছু দাবি উপস্থাপন করে অন্তবর্তীকালীন সরকারকে চাপে রাখার কৌশল অবলম্বন করছে। যা এ গণতান্ত্রিক মজলুম জাতি আশা করে না। “পি.আর পদ্ধতিতে যারা নির্বাচন দাবি করছে তারা প্রকৃতপক্ষে পতিত সরকারকে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে পুনঃবাসনের এজেন্ডা বাস্তবায়ন করবে।” ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসের প্রথমে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণতান্ত্রিক সবদল/জোটগুলোকে গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টির লক্ষ্যে প্রাণবস্ত সাংগঠনিক কার্যক্রম চালিয়ে জনগণের কাছাকাছি গিয়ে তাদের সমস্যাগুলো চিহ্নিত করে ইশতিহার প্রণয়নের আহ্বায়ন জানান। প্রকৃতপক্ষে বাংলাদেশে গণতান্ত্রিক পরিবেশ সমুন্নত রাখতে রাজনৈতিক দলগুলোকে মানসিকভাবে গণতান্ত্রিক হতে হবে।

আরও পড়ুন