৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

কেরোসিন ঢেলে নিজের গায়ে আগুন, অচেনা নারীর মৃত্যু

সীতাকুণ্ড প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ডের সলিমপুর ইউনিয়নে এক অজ্ঞাত নারী নিজের শরীরে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ। শনিবার (২৯ নভেম্বর) রাত আটটার দিকে সলিমপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের আব্দুল্লাহ ঘাটা এলাকায় এ ঘটনা ঘটে।
ফৌজদারহাট পুলিশ ফাঁড়ি ও স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, মহাসড়কের পশ্চিমের আব্দুল্লাহ ঘাটা এলাকায় হঠাৎ আগুনের আলোর ঝলক দেখে স্থানীয়রা দৌড়ে যান। সেখানে তারা দেখেন মাঝবয়সী এক নারী অগ্নিদগ্ধ হয়ে রাস্তার পাশে পড়ে আছেন। খবর পেয়ে ফৌজদারহাট পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
ফাঁড়ির ইনচার্জ মো. সোহেল রানা জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে—ওই নারী নিজের শরীরে কেরোসিন ঢেলে আগুন লাগিয়েছেন। তার বয়স আনুমানিক ৪৫ বছর হবে। পরিচয় এখনো পাওয়া যায়নি।তিনি আরও জানান, নিহতের পরিচয় শনাক্তে আশপাশের মানুষদের সঙ্গে কথা বলা হচ্ছে। কী কারণে তিনি আত্মহত্যা করলেন, তা তদন্ত করে দেখা হবে।মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আরও পড়ুন