১৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

কাপ্তাইয়ে এইচএসসি ইংরেজি ২য় পত্রের পরীক্ষা না দেয়া ১৫ শিক্ষার্থীর কি হবে?

কাপ্তাই প্রতিনিধি: রাঙামাটির কাপ্তাইয়ে এইচএসসি ও সমমান পরীক্ষার চতুর্থ দিনে ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এদিন পরীক্ষায় অনুপস্থিত ছিল ১৫ জন পরীক্ষা।বৃহস্পতিবার (৩ জুলাই) পরীক্ষা শেষে কাপ্তাই কর্ণফুলী সরকারি কলেজের অধ্যক্ষ ও পরীক্ষার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএইচএম বেলাল চৌধুরী এ তথ্য জানান।
তিনি জানান, ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষায় বিজ্ঞান, ব্যবসায় ও মানবিক তিনটি বিভাগ থেকে ৮৭৩ জন পরীক্ষার্থী অংশগ্রহণের কথা ছিল। তবে ১৫ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। বিজ্ঞান বিভাগ থেকে ১৮১ জন, ব্যবসায় বিভাগ থেকে ১৯০ জন এবং মানবিক বিভাগ থেকে ৪৮৭ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছেন। অনুপস্থিত ১৫ জনের মধ্যে ৬ জন ছেলে ও ৯ জন মেয়ে রয়েছেন।
তিনি আরও জানান, কাপ্তাইয়ে অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষা সুষ্টু ও সুন্দর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে। পরীক্ষার্থীরা নিয়মানুযায়ী পরীক্ষায় অংশগ্রহণ করছে।

আরও পড়ুন