কাপ্তাই প্রতিনিধি: রাঙামাটির কাপ্তাই উপজেলার পানি বিদ্যুৎ কেন্দ্রের স্পিলওয়ে সংলগ্ন কর্ণফুলী নদী থেকে একটি আহত পুরুষ সাস্বার (চিত্রা) হরিণ উদ্ধার করেছে বনবিভাগ। শুক্রবার (২৭ জুন) দুপুর ২টার দিকে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে বন বিভাগের একটি দল হরিণটিকে উদ্ধার করে।কাপ্তাই রেঞ্জের বন কর্মকর্তা ওমর ফারুক স্বাধীন জানান, ধারণা করা হচ্ছে—পিডিবির ব্রিকফিল্ড এলাকার উত্তরের গহীন জঙ্গল থেকে কেউ হরিণটিকে শিকার করার উদ্দেশ্যে ধাওয়া করে। প্রাণ বাঁচাতে হরিণটি দৌড়ে এসে বিদ্যুৎ কেন্দ্রের স্পিলওয়ে সংলগ্ন কর্ণফুলী নদীতে ঝাঁপ দেয়।
তিনি আরও জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হরিণটিকে উদ্ধার করি। বিকেল ৫টার দিকে কাপ্তাই রেঞ্জ কার্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় প্রাণ হারায় এই প্রাণীটি।