অনলাইন ডেস্ক : চট্টগ্রামের কর্ণফুলীতে ফাহিমা বেগম নামে এক নববধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৮ জুলাই) রাত ১১টায় চরপাথরঘাটা ইউনিয়নের খোয়াজনগর মালেক মাঝির কলোনি থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।ফাহিমা নোয়াখালীর সল্যাঘটিয়া এলাকার আবু তাহেরের মেয়ে এবং কর্ণফুলীর শিকলবাহা এলাকার বাসিন্দা সাদ্দাম হোসেনের স্ত্রী। বিয়ের এক বছরও হয়নি তাদের।
পুলিশ বলছে, সিলিংয়ের সঙ্গে ওড়না প্যাঁচানো অবস্থায় মরদেহ ঝুলছিল ফাহিমার। খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে যায় পুলিশ, সংগ্রহ করে আলামত। মরদেহ উদ্ধার করে পাঠানো হয় ময়নাতদন্তের জন্য।চরপাথরঘাটা ইউনিয়ন পরিষদ সদস্য আনোয়ার হোসেন বলেন, মেয়েটা স্বাভাবিক ছিল। হঠাৎ এমন ঘটনা মেনে নেওয়ার মতো না।
