২৩শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

কক্সবাজারে স্বামীকে হত্যার পর স্ত্রীকে ধর্ষণ, ঘাতক আটক

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজার শহরের কলাতলী লাগোয়া উত্তরণ আবাসিক এলাকা থেকে রঞ্জন চাকমা (৫৫) নামে এক ব্যক্তিকে গলাকেটে হত্যার অভিযোগ পাওয়া গেছে। হত্যাকান্ডের পর তার নিহতের স্ত্রীকে ঘাতক বীরেল চাকমা (৫৪) ধর্ষণ করে বলে পুলিশ নিশ্চিত করেছে। শনিবার রাত সাড়ে ১১ টার দিকে এই ঘটনা ঘটে। ঘটনার পর কৌশলে পালানোর সময় ঘাতক বীরেল চাকমাকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করেছেন স্থানীয়রা। বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ ইলিয়াস খান।স্থানীয় এক ব্যক্তি জানান, চাকমা নারী ও তার স্বামী ওই এলাকায় ভাড়া থাকেন। হঠাৎ নারীর চিৎকার শুনে বের হয়ে দেখা যায় তিনি রক্তাক্ত এবং তার স্বামীর লাশ পড়ে আছে।এ সময় ঘাতককে স্থানীয়রা ধরে ফেলে পুলিশকে দেয়। পাশে আরেকটি বাসায় ভাড়া থাকতো ঘাতক বীরেল চাকমা।কিছুদিন আগে পরিবার দুটি রাঙামাটি থেকে কক্সবাজার আসে। নিহত ও ঘাতক দুজনই স্থানীয় সুপারী বাগানে মজুরের কাজ করতো।
থানার ওসি জানান, দুই চাকমা পরিবার পাশাপাশি বাস করতেন।। নিহতের মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে, ঘাতক হাজতে রয়েছে।ঘাতক মদ্যপ ছিলেন এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়েছে এবং ধর্ষণের আলামত থাকায় নিহতের স্ত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান ওসি।

আরও পড়ুন