খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়িতে অপহৃত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষার্থীসহ ৬ জনকে উদ্ধারে অভিযান চলমান রয়েছে। এর মধ্যে মানিকছড়িতে বেসরকারি মোবাইল ফোনের এক নেটওয়ার্ক কোম্পানি রবির দুই টেকনিশিয়ানকে অপহরণের অভিযোগ ওঠেছে। তারা হলেন— মো. ইসমাইল হোসেন (৩৫) ও আব্রে মারমা (২৫)। শনিবার (১৯ এপ্রিল) দুপুরের পর উপজেলার ময়ুরখীল এলাকা থেকে তাদের অস্ত্রের মুখে অপহরণের ঘটনা ঘটে।
জানা গেছে, অপহৃত দুই টেকনিশিয়ান মোবাইল নেটওয়ার্ক সেবা দেওয়া প্রতিষ্ঠান রবি কোম্পানিতে কর্মরত রয়েছেন।
স্থানীয়রা জানায়, শনিবার দুপুরের দিকে খাগড়াছড়ি-চট্টগ্রাম আঞ্চলিক সড়কের মানিকছড়ির ধর্মঘর এলাকার ময়ুরখীল বিলে থাকা মোবাইল টাওয়ার মেরামত করতে যান টেকনিশিয়ান মো. ইসমাইল হোসেন ও আব্রে মারমা। সেখানে অস্ত্রধারীরা তাদের টাওয়ার থেকে নামিয়ে জোরপূর্বক মোটরসাইকেলে তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যায়।
বিষয়টি নিশ্চিত করেছেন মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাহমুদুল হাসান রুবেল। তিনি জানান, একটি মোবাইল নেটওয়ার্ক কোম্পানির দুই টেকনিশিয়ানকে অপহরণের বিষয়টি শুনেছি। তবে এ বিষয়ে কেউ কোনো নিখোঁজ ডায়েরি কিংবা অভিযোগ করেনি।এর আগে গত ২২ জানুয়ারি ভোরে একযোগে খাগড়াছড়ির দীঘিনালা, মানিকছড়ি ও মাটিরাঙ্গা উপজেলায় ৮টি মোবাইল ফোনের টাওয়ার ভাঙচুর ও আগুন দিয়ে ক্ষতিগ্রস্ত করে দুর্বৃত্তরা।
