১৯শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

একযুগ পর জুটি বেঁধে ফিরছেন দেব-শুভশ্রী

বিনোদন ডেস্ক: সব জটিলতার অবসান ঘটিয়ে বড় পর্দায় মুক্তি পেতে চলেছে ভারতের পশ্চিমবঙ্গের সিনেমা ‘ধূমকেতু’। আর এর মধ্য দিয়ে দীপক অধিকারী দেব এবং শুভশ্রী গাঙ্গুলিকে একসঙ্গে পাওয়া যাবে ১২ বছর পর।‘ধূমকেতু’ সিনেমার মুক্তি পাওয়াও একটি বড় ঘটনা বলে লিখেছে হিন্দুস্তান টাইমস। কারণ এই সিনেমার শুটিং শুরু হয়েছিল এক দশক আগে। এই দীর্ঘ সময়ে মুক্তিতে বাধ সাধে বহু জটিলতা।অবশেষে কৌশিক গাঙ্গোপাধ্যায়ের পরিচালনায় এই সিনেমাটি মুক্তি পেতে চলেছে ১৪ অগাস্টে।
২০১৫ সালে যখন ‘ধূমকেতুর’ শুটিং শুরু হয়, তখন দেব-শুভশ্রী তাদের প্রেমের সম্পর্কে ইতি টেনেছিলেন। তবে কাজের প্রতি পেশাদারিত্ব থেকেই তারা একসঙ্গে কাজ করতে রাজি হয়েছিলেন। শুটিংও শেষও করেছিলেন প্রতিশ্রুতি মেনে।
সিনেমাটি মুক্তির সময় প্রচারে দেব-শুভশ্রী একসঙ্গে দেখা যাবে কী না তা নিয়ে ভক্তদের মনে কৌতূহল ছিল। সেই কৌতূহল কিছুটা পূরণ করেছেন পরিচালক।শুক্রবার নির্মাতাদের পক্ষ থেকে একটি প্রচারমূলক ভিডিও প্রকাশ করা হয়, যেখানে দুজনকেই দেখা গেছে, তবে এক ফ্রেমে নয়।
ভিডিওতে দেব ও শুভশ্রীকে বলতে শোনা যায়, “১২ বছর পর আমরা আবার একসঙ্গে। সব অপেক্ষার অবসান ঘটিয়ে আপনাদের কাছের সিনেমা হলে মুক্তি পাচ্ছে “ধূমকেতু”। ১৪ অগাস্ট দেখা হচ্ছে সবার সঙ্গে।’ভিডিওটি প্রকাশ্যে আসতেই সোশাল মিডিয়ায় কেউ লিখেছেন, “দেবের আইডিতে শুভশ্রী, এ যেন সত্যিই ধূমকেতু।”আরেকজন লিখেছেন, “ছোটবেলার মত একটা অধ্যায় যেন ফিরে আসছে। হয়ত শেষবারের মত বড় পর্দায় একসঙ্গে দেখা যাবে দেব-শুভশ্রীকে।”

আরও পড়ুন