বিনোদন ডেস্ক : বিচারকের কাছে বিষ চেয়ে ভেঙে পড়েন কন্নড় সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেতা দর্শন থুগুদীপা। গত মাসেই রেনুকাস্বামী নামের এক ব্যক্তির খুনের মামলায় দর্শন, তার স্ত্রী পবিত্র গৌড়াসহ পাঁচ অভিযুক্তকে কারাগারে রাখার নির্দেশ দেন সুপ্রিম কোর্ট। কারাগারে থাকার সময় যেন কোনো ধরনের বিশেষ সুবিধা দেওয়া না হয়, সেটিও নিশ্চিত করার পরামর্শ দেন বিচারকরা।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সিটি সিভিল ও সেশনস কোর্টে অভিনেতা দর্শনের খুনের মামলার শুনানি ছিল। ভিডিও কনফারেন্সের মাধ্যমে আদালতের কাছে তিনি অভিযোগ জানিয়েছেন, কারাগার থেকে বের হতে দেওয়া হয় না। দীর্ঘদিন ধরে সূর্যের আলো দেখেন না। পোশাক থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে। এমনকি হাতে ছত্রাক জন্মেছে।নানা সমস্যা নিয়ে কারাগারে রয়েছেন তিনি।
শুনানির সময় বিচারকের কাছে অভিনেতা দর্শন অনুরোধ জানান, তাকে যেন বিষ এনে দেওয়া হয়। গতকাল দোকানকর্মীকে হত্যার শুনানি শেষে এই মামলার অভিযোগ গঠনের জন্য আগামী ১৯ সেপ্টেম্বর পর্যন্ত মামলা শুনানি স্থগিত রেখেছেন আদালত। জনপ্রিয় কন্নড় অভিনেতা দর্শন থুগুদীপা ও অভিনেত্রী পবিত্রা গৌড়া দীর্ঘদিন ধরে বিবাহ-বহির্ভূত সম্পর্কে ছিলেন।
তাঁদের দুইজনের সম্পর্কের কথা জেনে গিয়েছিলেন রেণুকা স্বামী নামের এক ভক্ত। সম্পর্কের বিষয়টি মেনে নিতে না পেরে ইনস্টাগ্রামে অভিনেত্রী পবিত্রাকে অবমাননা করে মেসেজ পাঠিয়েছিলেন। অভিনেত্রীকে অবমাননার জেরে রেণুকাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।২০০৩ সাল থেকে বিজয়লক্ষ্মী নামের এক নারীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন অভিনেতা দর্শন। বিজয়লক্ষ্মী- দর্শন জুটির ভিনেশ নামে এক পুত্রসন্তান রয়েছে।
তবে অভিনেত্রী পবিত্রার সঙ্গে দর্শনের বিবাহ-বহির্ভূত সম্পর্কের কথা সামনে আসে পবিত্রার শেয়ার করা একটি ভিডিওর মাধ্যমে। সেখানে দর্শনকে সঙ্গে নিয়ে ধারণ করা একাধিক ছবি ছিল। ওই পোস্টের ক্যাপশনে তিনি তাঁদের সম্পর্কের দশবছর পূর্তির কথা উল্লেখ করেন।
