২৩শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

ইসরায়েলের পতাকা ছিঁড়লেন নীলা ইসরাফিল

বিনোদন ডেস্ক : অভিনয়শিল্পী ও সাবেক এনসিপি নেত্রী নীলা ইসরাফিল নানা কারণেই সামাজিক মাধ্যমে আলোচনায় থাকছেন। এবার আলোচনায় এলেন ইসরায়েলের পতাকা ছিঁড়ে ফেলে। একসময়ের অভিনেত্রী ইসরায়েলের পতাকা ছিঁড়ে ফেলার একটি ভিডিও পোস্ট করেছেন সামাজিক মাধ্যমে।ভিডিওতে দেখা যায় একটি একটি ইসরায়েলের পতাকা এঁকেছেন সাদা কাগজে।
এরপর ওই পতাকা ছিঁড়ে ফেলার পর ছুঁড়ে ফেলেন। নানা সময়ে নীলার কাজে মিশ্র প্রতিক্রিয়াই পাওয়া যায়। তবে ইসরায়েলের পতাকা ছিঁড়ে ফেলায় বাহবা পাচ্ছেন অভিনেত্রী। সামাজিক মাধ্যমে অনেকেই তাঁর এই কাজের প্রশংসা করছেন।একজন লিখেছেন, দারুণ প্রতিবাদ। এভাবেই ছড়িয়ে দিতে হবে ঘৃনা। ধন্যবাদ আপনাকে। যেখানে অন্যায় সেখানেই প্রতিবাদ করতে হবে। পৃথিবীটা মানুষের হউক। মানবধর্মই সেরা ধর্ম।

আরও পড়ুন