২৩শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

ইসরায়েলি হামলায় নিহত আরো ৩০০

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বাহিনীর টানা ৪৮ ঘণ্টার হামলায় প্রাণ হারিয়েছেন ৩০০ জনের বেশি ফিলিস্তিনি, আহত হয়েছেন শত শত মানুষ। গাজা সরকারের মিডিয়া অফিস ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে বৃহস্পতিবার (৩ জুলাই) এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।গাজা সরকার বলছে, গত ৪৮ ঘণ্টায় ২৬টি গণহত্যামূলক হামলা চালিয়েছে ইসরায়েল, যার লক্ষ্য ছিল আশ্রয়কেন্দ্র, বাসগৃহ, বাজার ও খাবারের খোঁজে থাকা নিরীহ মানুষ।
শুধু গত ২৪ ঘণ্টায় প্রাণ গেছে ১১৮ জনের, আহত হয়েছেন ৫৮১ জন। নিহতদের মধ্যে ৩৩ জন ছিলেন গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ) পরিচালিত একটি খাদ্যবিতরণ কেন্দ্রে সহায়তা নিতে আসা সাধারণ মানুষ।আল-মাওয়াসি এলাকার একটি তাঁবুতে হামলায় নিহত ১৩ জন। মুস্তাফা হাফেজ স্কুলে, যেখানে বাস্তুচ্যুত মানুষ আশ্রয় নিয়েছিলেন, সেখানে হামলায় নিহত হন ১৬ জন।
প্রত্যক্ষদর্শী আহমেদ মনসুর জানান, ভোরে ঘুম ভাঙে ভয়ানক বিস্ফোরণে। মনে হচ্ছিল ভূমিকম্প হয়েছে। কেউ সাহায্য করতে পারছিল না, মানুষ আগুনে পুড়েই মারা গেছে।আল জাজিরার সাংবাদিক তারেক আবু আজজুম বলেন, ‘মানুষ ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকে একটু খাবারের জন্য, কিন্তু হঠাৎ গুলির ঝড় নামে। কোনো পূর্বাভাস থাকে না। এমনকি ইমার্জেন্সি টিমও পৌঁছাতে পারে না।’
এপি’র খবরে বলা হয়, জিএইচএফ-এর নিরাপত্তা রক্ষার দায়িত্বে থাকা মার্কিন ঠিকাদাররা ক্ষুধার্ত মানুষের ভিড় ঠেকাতে তাজা গুলি ও স্টান গ্রেনেড ব্যবহার করেছে।দুইজন মার্কিন ঠিকাদার জানিয়েছেন, দায়িত্বপ্রাপ্তরা অযোগ্য ও অতিরিক্ত অস্ত্রধারী এবং কোনো জবাবদিহিতার তোয়াক্কা করছেন না।তবে জিএইচএফ এক বিবৃতিতে এ অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করে জানায়, তদন্ত শেষে নিশ্চিত হয়েছি— ঘটনাটি বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে।

আরও পড়ুন