১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

ইসরায়েলি হামলায় গাজায় নিহত ৩২, অপুষ্টিতে আরো ৪ মৃত্যু

অনলাইন ডেস্ক: ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, বৃহস্পতিবার গাজাজুড়ে ইসরায়েলি হামলায় অন্তত ৩২ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে ১৩ জন সহায়তা নিতে গিয়ে প্রাণ হারিয়েছেন। অবরুদ্ধ এই অঞ্চলে চলমান খাদ্যসংকটের মধ্যে আরো চারজন অপুষ্টিতে মারা গেছেন।গাজার উত্তরাঞ্চলের গাজা সিটিতে একটি আবাসিক ভবনে ইসরায়েলি বিমান হামলায় আটজন নিহত হয়েছেন বলে চিকিৎসা সূত্রে আল জাজিরাকে জানানো হয়েছে। এছাড়া শহরের তুফফাহ এলাকায় ইসরায়েলি হামলায় আরো দুজন নিহত হয়েছেন বলে হাসপাতাল সূত্র জানিয়েছে।ইসরায়েলি নিরাপত্তা ক্যাবিনেট গাজা সিটি দখলের পরিকল্পনা অনুমোদনের পর শহরটিতে হামলা আরো জোরদার করেছে। এই অভিযান বাস্তবায়িত হলে শত-সহস্র ফিলিস্তিনিকে জোরপূর্বক দক্ষিণ গাজার তথাকথিত ‘সংকুচিত এলাকায়’ ঠেলে দেওয়া হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।এই পরিকল্পনার নিন্দা জানিয়েছে জাতিসংঘসহ আন্তর্জাতিক মহল, এমনকি ইসরায়েলের নিজস্ব সেনাবাহিনীর ভেতর থেকেও এর বিরোধিতা উঠে এসেছে।

আরও পড়ুন