২৬শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

ইসরায়েলজুড়ে ইরানের পাল্টা হামলায় নিহত ৭

নিউজ ডেস্ক : প্রতিশোধমূলক ব্যবস্থা হিসেবে ইসরায়েলের বিভিন্ন শহরে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। রবিবার (১৫ জুন) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার লাইভ প্রতিবেদনে জানানো হয়, হাইফা, তেল আবিবসহ একাধিক শহরে চালানো এ হামলায় এখন পর্যন্ত সাতজন নিহত হয়েছে।চিকিৎসাকর্মী ও স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে বলা হয়েছে, ইসরায়েলের বাত ইয়াম শহরে ক্ষেপণাস্ত্র আঘাতে অন্তত ৩৫ জন নিখোঁজ এবং ১০০ জনের বেশি আহত হয়েছে। নিহতদের মধ্যে রয়েছে একজন ১০ বছর বয়সী শিশু, এক ৬৯ বছর বয়সী নারী ও ৮০ বছর বয়সী এক বৃদ্ধা। বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েলের জরুরি পরিষেবা সংস্থা মেগান ডেভিড অ্যাডম।ইরানের হামলার পরও থেমে নেই ইসরায়েলি বাহিনী। পাল্টা হামলায় তারা ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদরদপ্তর, তেল পরিশোধন কেন্দ্র এবং গ্যাসক্ষেত্রগুলিতে টার্গেট করে বোমাবর্ষণ করছে।
ইসরায়েলের সর্বশেষ হামলায় ইরানে দুই শতাধিক মানুষ নিহত হয়েছে বলে দাবি করেছে তেহরানভিত্তিক গণমাধ্যম। নিহতদের মধ্যে রয়েছেন শীর্ষ সামরিক কর্মকর্তা, কমান্ডার এবং অন্তত ১২ জন পরমাণু বিজ্ঞানী।
আঞ্চলিক বিশ্লেষকদের মতে, ইসরায়েল এবার সরাসরি সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে টার্গেট করার কৌশল গ্রহণ করেছে—এমন আভাস পাওয়া যাচ্ছে পশ্চিমা গোয়েন্দা সূত্র থেকে। এতে করে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা আরও মারাত্মক রূপ নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আরও পড়ুন