২৩শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

 ইয়াবাসহ রোহিঙ্গা আটক : নাইক্ষ্যংছড়ি সীমান্ত

টেকনাফ প্রতিনিধি: বান্দরবানের নাইক্ষ্যংছড়ি তুমব্রু সীমান্ত দিয়ে মিয়ানমার থেকে আনা ইয়াবাসহ এক রোহিঙ্গাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসময় তার কাছে থেকে ৮০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়েছে।বৃহস্পতিবার ভোরে ঘুমধুম ইউনিয়নের তুমব্রু সীমান্তের পশ্চিমকূল এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।আটক ব্যক্তি হলেন মোহাম্মদ আলম (৩০)। তিনি উখিয়ার কুতুপালং-২ ইষ্ট রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা এবং নুরুল হকের ছেলে।
কক্সবাজার ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম বলেন, মিয়ানমার থেকে মাদকের বড় চালান পাচারের খবর পেয়ে বিজিবির একটি দল সীমান্তে অবস্থান নিয়েছিল। মাদক চোরাকারবারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে একটি ব্যাগ ফেলে পালানোর চেষ্টা করে। ধাওয়া করার পর একজনকে আটক করা সম্ভব হলেও অন্যরা পালিয়ে যায়। আটক ব্যক্তিতে দুপুরে নাইক্ষ্যংছড়ি থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন