২৭শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

ইন্দোনেশিয়ায় ট্রেন-মিনিবাস সংঘর্ষ, একই পরিবারের ৯ জন নিহত

অনলাইন ডেস্ক : ইন্দোনেশিয়ার উত্তর সুমাত্রার তেবিং টিঙ্গি শহরে একটি অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের সঙ্গে মিনিবাসের সংঘর্ষে ৯ জন নিহত হয়েছেন। বুধবার (২১ জানুয়ারি) সন্ধ্যায় এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় দেশটিতে রেল নিরাপত্তাব্যবস্থার ঘাটতি আবারও সামনে এসেছে।কর্তৃপক্ষ জানায়, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তেবিং টিঙ্গির আবদুল হামিদ সড়কের একটি অরক্ষিত রেলক্রসিং পার হচ্ছিল টয়োটা অ্যাভানজা মডেলের একটি মিনিবাস।মিনিবাসটিতে মোট ৯ জন যাত্রী ছিলেন। একই সময় রান্তাউ প্রাপাত থেকে মেদানগামী শ্রী বিলাহ উতামা যাত্রীবাহী ট্রেনটি দ্রুতগতিতে ওই এলাকায় পৌঁছায়। ট্রেনটি মিনিবাসটির বাম পাশে সজোরে আঘাত করে এবং প্রায় ৩০০ মিটার পর্যন্ত টেনে নিয়ে যায়। এতে গাড়িটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।তেবিং টিঙ্গি পুলিশের ট্রাফিক বিভাগের প্রধান সেকেন্ড ইন্সপেক্টর হেরু উইবোও জানান, ঘটনাস্থলেই ৮ জন যাত্রী নিহত হন। গুরুতর আহত অবস্থায় চালককে হাসপাতালে নেওয়া হয়। তিনি বলেন, ‘সংঘর্ষের তীব্রতায় যাত্রীরা গাড়ি থেকে ছিটকে পড়েন। নিহত ও আহত সবাইকে তেবিং টিঙ্গির ভায়াংকারা হাসপাতালে নেওয়া হয়েছে।’
আহত চালক ৪২ বছর বয়সী আবদুল কাদির আল জাইলানি বৃহস্পতিবার নিবিড় চিকিৎসার পর মারা যান। এতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ায় ৯ জনে। পুলিশ জানায়, প্রাথমিক তদন্তে জানা গেছে, মিনিবাসের সব যাত্রীই একই পরিবারের সদস্য। তারা ডেলি সেরদাং জেলার বাসিন্দা, যা তেবিং টিঙ্গি থেকে প্রায় ৮৮ কিলোমিটার দূরে। পরিবারটি প্রথমে বাতুবারা জেলায় একটি পারিবারিক অনুষ্ঠানে যাচ্ছিল।
পরে তেবিং টিঙ্গিতে এক অসুস্থ আত্মীয়কে দেখতে গিয়ে সেখান থেকে আবার ডেলি সেরদাংয়ে ফেরার পথে দুর্ঘটনাটি ঘটে। পুলিশ ঘটনাস্থল পরীক্ষা করছে, আলামত সংগ্রহ করছে এবং প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ করছে। দুর্ঘটনার সঠিক কারণ জানতে তদন্ত চলমান রয়েছে।সূত্র : দ্য স্টার

আরও পড়ুন